বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে যেখানে ভারত (India) এবং রাশিয়ার মধ্যে সুসম্পর্ক রীতিমতো “মাথাব্যথা”- কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার ঠিক এই আবহেই এই দুই দেশের প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়ার বিদেশ থেকে কৃষিপণ্য আমদানির অনুমোদন দেওয়া ফাইটোস্যানিটারি হাইজিন মনিটরিং এজেন্সি “রোসেলখোজনাদজর” জানিয়েছে যে ভারত রাশিয়ার বাজারে কলার সরবরাহ বাড়াতে পারে।
ভারতের কাছ থেকে কলা কিনবে ভারত (India):
সংস্থাটির মতে, রাশিয়া ভারত (India) থেকে ৫,০০,০০০ মেট্রিক টন পর্যন্ত কলা আমদানি করতে পারে। আরও জানা গিয়েছে যে, রাশিয়া প্রতি বছর কেয়ার থেকে ৩,০০,০০০ থেকে ৫,০০,০০০ মেট্রিক টন কলা আমদানি করতে প্রস্তুত।
এই বিষয়ে সংস্থার প্রধান সের্গেই ড্যাঙ্কভার্ট ভারতের (India) মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। উভয় পক্ষই ভারত থেকে রাশিয়ায় চিংড়ি এবং মাছজাত পণ্য সহ কৃষি পণ্যের পারস্পরিক সরবরাহ বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় পৌঁছেই বড় ধামাকা কোহলির! হইচই অনুরাগীদের মধ্যে
পাশাপাশি, দেশের বাজারে অন্যান্য ভারতীয় (India) ফল ও সবজির সরবরাহ বৃদ্ধির বিষয়েও আলোচনা সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত বিশ্বের বৃহত্তম কলা উৎপাদনকারী দেশ। যার বার্ষিক উৎপাদন ৩.৩ কোটি টন। সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “পারস্পরিক স্বার্থ বিবেচনা করে উভয়পক্ষ কলা রফতানির প্রয়োজনীয়তা সহ ফাইটোস্যানিটারি ইস্যুতে ১৬ অক্টোবর উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ চালিয়ে যেতে সম্মত হয়েছে”।
আরও পড়ুন: বড় দায়িত্ব পেল ভারত! আহমেদাবাদেই হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, জানালেন জয়শঙ্কর
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পূর্বে ঘোষণা করেছিলেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরের আগে, তিনি ভারতের (India) সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে সরকারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।