পড়ুয়াদের উদ্ধারের জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ ভারতের, সাহায্যের আশ্বাস রুশের

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত উদ্ধার অভিযান আরও জোরদার করেছে। এর জন্য ভারত সরকার অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছে। সেই ক্রমে ভারত রুশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে। উল্লেখ্য, গতকাল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হওয়ার পর ভারতের চিন্তা আরও বেড়ে যায়।

ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ নিশ্চিত করেছেন যে, ভারতের তরফ থেকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলিপভ বলেছেন যে, খারকিভ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য আমরা ভারতীয় আধিকারিকদের সাথে যোগাযোগে রয়েছি। আমরা রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে সেখানে আটকে পড়া সকলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য ভারতের কাছ থেকে অনুরোধ পেয়েছি। আমরা এই অনুরোধটি খতিয়ে দেখছি।

ডেনিস আলিপভ বলেছেন যে, আমরা ভারতের সাথে একটি কৌশলগত অংশীদার। রাষ্ট্রসংঘে প্রদর্শিত ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। ভারত এই সংকটের গভীরতা বুঝতে পারে।

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিতে নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে রাশিয়ান রাষ্ট্রদূত বলেছেন যে, ভারতে S-400 সরবরাহের ক্ষেত্রে কোনও বাধার আশঙ্কা করতে হবে না। এই চুক্তি অবিরাম চালিয়ে যাওয়ার জন্য উপায় আছে। বিধিনিষেধ, পুরানো হোক বা নতুন, কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত নয়।

ওয়াকিবহাল মহলের মতে এবার রাশিয়ার মাটি থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ চালাবে ভারত। ইউক্রেন থেকে রাশিয়ান সেনার সাহায্যে তাঁরা রাশিয়ায় পৌঁছবে, এবং সেখান থেকেই তাদের এয়ারলিফট করবে ভারত।


Koushik Dutta

সম্পর্কিত খবর