কোন কিছুর বিনিময়েই রাশিয়া থেকে অস্ত্র যাবে না পাকিস্তানে, ভারতকে কথা দিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী

Bangla Hunt Desk: বর্তমান দিনে ভারতের (india) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে নানা বিষয়ে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যেকার সম্পর্ক মজবুত থেকে শুরু করে সীমান্ত এলাকায় পাক জঙ্গী হামলা, সব বিষয়েই দুই প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

প্রতিরক্ষামন্ত্রীর ট্যুইট
রাশিয়া থেকে রাজনাথ সিং ট্যুইট করে শোইগুর সাথে তাঁর দুর্দান্ত আলোচনার কথা জানিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘মস্কোতে এসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে দুর্দান্ত বৈঠক হয়েছে। বেশ কয়েকটি ইস্যুতে আমরা আলোচনা করেছি। বিশেষত দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা ছাড়াও দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা করা হয়েছে’।

Defence Minister Rajnath Singh to hold bilateral meet with Russian leadership in Moscow today

রাশিয়া থেকে আসছে AK203 রাইফেল
এই বৈঠকে আলোচিত নানান বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হল AK203 রাইফেল। ভারতের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে বন্ধু দেশ রাশিয়া থেকে আমদানি করা হবে AK203 রাইফেল। বর্তমান সময়ে প্রায় ১ লক্ষ রাইফেল আমদানি করা হবে। জানা গিয়েছে, এই রাইফেল সেনাদের প্রথম পছন্দ AK47-এর আপডেটেড ভার্সন। পূর্বের রাইফেলের থেকে নতুন রাইফেলের কার্ক্ষমতা আরও অনেক বেশি।

পাকিস্তানকে অস্ত্র দেবে না রাশিয়া!
দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যেকার বৈঠকে উঠে আসে পাকিস্তান থেকে জঙ্গী হামলার বিষয়ও। পাক মদত পুষ্ট ভয়ঙ্কর জঙ্গী সংগঠন কিভাবে ভারত এবং সর্বোপরি গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, তা বিস্তারিত ভাবে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেইকারণে পাকিস্তানকে অস্ত্র বিক্রির বিষয়ে আপত্তি জানালে, রুশ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগু আশ্বস্ত করে বলেন, যে কোন পরিস্থিতিই আসুন না কেন, রাশিয়া কিছুতেই পাকিস্তানকে কোনরকম অস্ত্র বিক্রি করবে না।

Rajnath 1 1

চীনের সঙ্গে বৈঠকে নাজার রাজনাথ সিং
প্রসঙ্গত, এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফ্যাং। কিন্তু চীনের তরফ থেকে আসা এই প্রস্তাবের বিষয়ে বিশেষ কোন আগ্রহ প্রকাশ করেননি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


Smita Hari

সম্পর্কিত খবর