রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের জের, অলিম্পিক্সে খেলার জন্য দেশ ছাড়লেন রাশিয়ান টেনিস সুন্দরী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়ান আগ্রাসনের জের এখনো কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। টেনিস দুনিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন ঘোষণা করে দিয়েছে যে তারা রাশিয়ান এবং বুলগেরিয়ান প্লেয়ারদের এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেবেনা। ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার উইম্বলডন খেলার জন্য অভিনব কান্ড করে বসলেন এক রাশিয়ান টেনিস তারকা।

এর আগে ফ্রেঞ্চ ওপেন রাশিয়ান টেনিস তারকাদের রাশিয়ান পতাকার বদলে একটি নিরপেক্ষ পতাকার ছত্রছায়ায় অংশ নেওয়ার নিয়ম করেছিল। কিন্তু উইম্বলডনে কড়াকড়ি আরও অনেক বেশি। তাই বাধ্য হয়ে নিচের রাশিয়ান পরিচয় ছেড়ে জর্জিয়ার প্লেয়ার হিসেবে এই প্রতিযোগিতায় নাম লেখাচ্ছেন মহিলা টেনিস তারকা নাতেলা জালামিদজে।

২৯ বছর বয়সী রাশিয়ান টেনিস সুন্দরী বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। টেনিসের প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতা সমস্ত বাধা বিপত্তি দূর করতে মানসিক জোর জুগিয়েছে তাকে। নাতেলা জানিয়েছেন যে ভবিষ্যতে অলিম্পিকে অংশগ্রহণের কথা ভেবেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই নিয়ে কোন আপত্তিও জানায়নি অল ইংল্যান্ড টেনিস ক্লাব এবং দ্য ওয়েমেনস ট্যুর। তারা জানিয়েছে এই প্রক্রিয়া ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের নিয়মের মধ্যে রয়েছে। ফলে আপত্তির কোনও জায়গাই নেই। সার্বিয়ান টেনিস তারকা আলেকজান্ডার ক্রুনিচের সাথে জুটি বেঁধে কোর্টে নামবেন নাতেলা।

প্রসঙ্গত ২৭ শে জুন, সোমবার থেকে শুরু হবে টেনিস দুনিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি। বিশ্বের লক্ষ লক্ষ টেনিস প্রেমির চুপ থাকবে ঘাসের ঘাসের কোর্টে তারকাদের দাপটের দিকে। রাশিয়ানদের ওপর নিষেধাজ্ঞা ছেড়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না রাশিয়ার তারকা টেনিস খেলোয়াড় ডেনিল মেদভেদেভ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর