গ্রাউন্ড স্টাফের সাথে দুর্ব্যবহার করে নেটিজেনদের রোষের মুখে রুতুরাজ, উঠছে দল থেকে ছেঁটে ফেলার দাবিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফয়সালা হয়নি টি-টোয়েন্টি সিরিজের। বৃষ্টি বাঁধ সাধায় দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ ফলেই। সিরিজে ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিকের মতো তারকারা দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের হয়। কিন্তু রিশভ পন্থ, রুতুরাজ গায়কোয়াডরা চূড়ান্ত অফফর্মে ছিলেন। তারমধ্যে রুতুরাজ গায়কোয়াড় এমন একটি কান্ড করেছেন যার জন্য তিনি ভক্তদের চোখে খলনায়ক হয়ে উঠেছেন।

এই সিরিজে একটি অর্ধশতরান সহ মাত্র ৯৬ রান করতে পেরেছেন তামিলনাড়ুর প্রতিভাবান ওপেনার। কালকেও যে স্বল্প সময়টুকু খেলা হয়েছে তার মধ্যে ১০ রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হয়েছেন তিনি। তাকে নিয়ে অনেক আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু জাতীয় দলের হয়ে এখনও অবধি সেই প্রত্যাশার ধারে কাছেও পৌঁছতে পারেননি তিনি।

কাল আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন রুতুরাজ। আউট হয়ে যখন তিনি ফিরছেন তখন এক গ্রাউন্ড স্টাফ তার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যায়। কিন্তু খুব রূঢ় অঙ্গভঙ্গি করে রুতুরাজ তাকে নিজের থেকে দূরে থাকতে বলেন। অটোমেটিক হঠাৎ কিছুক্ষনের মধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এবং নেটিজেনরা তাকে তীব্র আক্রমণ করেছেন।

ভিডিওতে দেখা যায় যে রুতুরাজ সেই মাঠকর্মী কে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ক্ষুব্ধ হয়ে অনেক নেটিজেন তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন। সদ্যসমাপ্ত আইপিএলও খুব একটা ভালো যায়নি চেন্নাই সুপার কিংস ওপেনারের। প্রথম দিকে টানা ফ্লপ করার পরও দল তার ওপর ভরসা রেখেছিলো। কিন্তু যতদিনে তিনি ফর্মে ফিরেছিলেন ততদিনে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই।

সম্পর্কিত খবর

X