এক রানের জন্য IPL 2022-এ প্রথম সেঞ্চুরি মিস ঋতুরাজ গায়কোয়াডের, ৯৯ রানে আউট হয়েও জিতে নিলেন মন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাত্র ১ রান দূরে ছিলেন নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান এবং চলতি মরশুমের আইপিএলে হওয়া ষষ্ঠ শতরান থেকে। কিন্তু হলো না। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত ফর্মে থাকা নটরাজনের শিকার হয়ে ৯৯-তেই ফিরতে হলো চেন্নাই সুপার কিংসের প্রতিভাবান ওপেনার ঋতুরাজ গায়কোয়াডকে। ৫৭ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

চলতি মরশুমে আইপিএলে মাত্র দুইজন ব্যাটার শতরানের মুখ দেখেছেন। প্রথমজন হলেন জস বাটলার (৩টি), দ্বিতীয়জন হলেন লোকেশ রাহুল (২টি)। তিন নম্বর ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২২-এ শতরান করার সুবর্ণ সুযোগ হারালেন তিনি।

চলতি মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না ঋতুরাজ। অর্ধশতরানের গন্ডি পার করেছিলেন মাত্র ১ বার। যদিও তার আগে ঘরোয়া ক্রিকেটের মরশুমে রীতিমতো নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। টানা ব্যর্থ হওয়ার পরেও তার ওপর ভরসা রেখে গিয়েছে সিএসকে। আজ সেই ভরসার মান রাখলেন তিনি। ৬ টি চার ৬ টি ছক্কা সহ করলেন ৯৯ রান।

conway gaykowad

তিনি ছাড়াও আজ দুরন্ত ব্যাটিং করেছেন অপর ওপেনার ডেভন কনওয়ে। ৫৫ বলে ৮৫ রান করেছেন তিনি ওপেন করে। তার এবং ঋতুরাজের মধ্যে মধ্যে ১৮২ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। তিনি শেষ অবধি থেকে দলের স্কোর ২০০-এর ওপারে নিয়ে যান। নয়তো ধোনি এসে ৭ বলে মাত্র ৮ রান করে রানের গতি কমিয়ে দিয়েছিলেন। ধোনি অধিনায়কের দায়িত্বে ফেরার পর এটি ছিল তাদের প্রথম ম্যাচ। প্রতিবেদনটি লেখার সময় ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর