বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে বাংলাদেশের পরিস্থিতি চিন্তা ধরিয়েছে গোটা বিশ্বকে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেদেশের ভারতবিদ্বেষ মনোভাব ‘ডেইলি রুটিনে’ পরিণত হয়েছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ভারতকে (India)।
বাংলাদেশকে সতর্কবাণী ভারতের (India)
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে বক্তৃতা দিতে গিয়ে রবিবার এস জয়শঙ্কর বলেন, ‘প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না, আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, যা তাদের নিতে হবে।’
আরোও পড়ুন: জানেন না অনেকেই! ভারতে ই-রিকশার প্রবর্তক হলেন ইনিই, চমকে দেবে অনিলের কাহিনি
এদিনের বক্তৃতায় জয়শঙ্কর (S Jayshankar) জানান, স্পষ্টভাবে ঢাকাকে নয়াদিল্লির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। কথায় কথায় প্রতিটি বিষয়ে ভারতকে (India) দায়ী করা উচিত নয় বলে সাফ জানান জয়শঙ্কর। পদ্মাপার থেকে আসা ভারত বিদ্বেষী বার্তায় দিল্লি যে রীতিমতো অসন্তুষ্ট তাও প্রকাশ পায় জয়শঙ্করের এই দিনের বক্তৃতায়।
আরোও পড়ুন : সর্বনাশ! প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছবে ১.২৫ লক্ষ টাকায়, সামনে এল চাঞ্চল্যকর আপডেট
এমনকি অতীতের দিন স্মরণ করিয়ে রবিবার ভারতের বিদেশ মন্ত্রী বলেন, ‘তাদের (বাংলাদেশ) মনস্থির করতে হবে, তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের শিকড় ১৯৭১ সালে।’
ভারতের বিদেশমন্ত্রীর কথায়, প্রতিদিন দেখা যাচ্ছে বাংলাদেশের (Bangladesh) মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ তাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভারতকে দোষারোপ করছে। এই বিষয়টি রীতিমতো হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। আগামী দিনে ভারতের সাথে কেমন সম্পর্ক বাংলাদেশ চায় সেটাও ভেবে দেখার সময় এসেছে তাদের।