বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আবহে রাজ্যে ফের ভোট। আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এবার ভাঙরে প্রচারে বেরিয়ে দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
‘জুতো পেটা’র নিদান তৃণমূলের সায়নীর (Saayoni Ghosh)!
বিধানসভা উপনির্বাচনের (Assembly Bye Elections) প্রচারে বেরিয়ে সায়নী বলেন, ‘যারা দলকে বদনাম করার চেষ্টা করছেন, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন এবং মানুষকে নানান পরিষেবা দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের জুতো পেটা করব’।
সায়নী এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিশ্রম করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলটাকে তৈরি করেছেন। তাই যারা নিজেদের পকেট ভরানোর জন্য এই দল করছেন, তাঁদের জায়গা এখানে নেই বলে স্পষ্ট জানান যাদবপুরের সাংসদ।
আরও পড়ুনঃ ১০ দফা অতীত! এবার ৮ দফা দাবিতে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠনের! কী বলা হয়েছে?
ভাঙরের বিধায়ক শওকত মোল্লা এদিন বলেন, ভাঙরে গরিব মানুষদের জন্য ১৭,০০০ ঘর পাশ হয়েছে। সায়নী (Saayoni Ghosh) বলেন, সেই ঘরের জন্য সার্ভে করা হচ্ছে। এরপর দলের নেতাদের কাছে সাংসদ অনুরোধ করেন, কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য টাকা নেবেন না।
সায়নীর কথায়, ‘আমাদের নেতাদের কাছে অনুরোধ করছি, কোনও গরিব মানুষের কাছ থেকে আপনারা ঘরের জন্য কোনও টাকা নেবেন না। যদি কোনও নেতা টাকা চাইতে যায় তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। এরপর আমাদের কাছে খবর দেবেন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘরের টাকা দিচ্ছেন এবং তিনি অনেক কষ্ট করে সরকার চালাচ্ছেন বলে দাবি করেন শওকত।
উল্লেখ্য, অভিনয়ের মাধ্যমে মূল জনপ্রিয়তা হলেও, বর্তমানে রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন সায়নী (Saayoni Ghosh)। চব্বিশের বিধানসভা ভোটে হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছিল তৃণমূল। সেখান থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। উপনির্বাচনের প্রচারে বেরিয়ে এবার তিনিই দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন।