ফ্ল্যাট দুর্নীতি নিয়ে নাজেহাল নুসরত, সহকর্মীকে নিয়ে বিষ্ফোরক সায়নী ঘোষ

বাংলাহান্ট ডেস্ক: আমজনতার টাকা মেরে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ অভিযোগের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সংস্থার থেকে টাকা ধার নিয়েছিলেন এবং তা সুদসমেত ফেরতও দিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তাঁর দাবিতে থাকা ফাঁকফোকরের কোনো উত্তর তিনি দিতে পারেননি। এবার নুসরত কাণ্ডের বিষয়ে মুখ খুললেন তাঁরই দলীয় সহকর্মী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

অভিনেত্রী তথা রাজনীতিবীদ বলেন, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে মিডিয়া ট্রায়ালের ভয়াবহতার ব্যাপারে। আদালতের শুনানির আগেই সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে সায়নী এও জানান, নুসরতের সঙ্গে তাঁর কথা হয়নি ঠিকই, কিন্তু টিআরপির জন্য কারোর ক্ষতি তিনি চান না।

Saayoni ghosh on nusrat jahan flat case

দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছেন সাংসদ অভিনেত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি স্বীকার করেন যে অভিযুক্ত সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। সংস্থার থেকে টাকা নেওয়ার কথাও মেনে নিয়েছেন তিনি। তবে নুসরতের দাবি, ওই টাকাটা তিনি ঋণ হিসেবে নিয়েছিলেন। আবার সুদসমেত ফেরতও দিয়ে দিয়েছেন।

তিনি দাবি করেন, ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা তিনি লোন নিয়েছিলেন সংস্থা থেকে। ২০১৭ সালের ৬ মে সুদ সমেত ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা তিনি ফেরত দেন। তাঁর ব্যাঙ্ক ডিটেলসে সব প্রমাণ আছে বলে দাবি করে নুসরত বলেন তিনি ৩০০ শতাংশ সৎ। ২০১৭-র ১ লা মে তিনি ওই সংস্থার ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন বলে জানান নুসরত।

কিন্তু তাঁর মন্তব্যে একাধিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর দিতে পারেননি নুসরত। শেষমেষ সাংবাদিক সম্মেলন শুরুর ৭ মিনিটের মধ্যেই রাগ দেখিয়ে বেরিয়ে যান সাংসদ অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর