বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছিল। ট্রাঙ্ক ট্রাঙ্ক টাকা ধরা পড়ায় জেলে পর্যন্ত গিয়েছেন শাসক দলের মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ। এবার একই রকম বিষয় নিয়ে তৈরি ছবিতে অভিনয় করলেন রাজ্যের শাসক দলেরই নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
ছবির নাম ‘সিটি অফ জ্যাকলস’। পরিচালক রিনো। এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়নী। ছবিতে নিজের চরিত্রটি সম্পর্কে সায়নী বলেন, তাঁর চরিত্রটি ভাল জায়গায় থাকতে চায়, ভাল ভাবে বাঁচতে চায়। কিন্তু তার জন্য প্রয়োজনীয় টাকা তাঁর কাছে নেই।
সায়নীর বক্তব্য, অনেকেই ভাবেন অভিনেতা অভিনেত্রীদের কাছে প্রচুর টাকা। আর যারা রাজনৈতিক জগতে আছেন তাদের কাছে অফুরন্ত টাকা। গাড়ি খুললেই বস্তা বস্তা টাকা মিলবে। কিন্তু সেটা সত্যি নয়। সকলেই অনেক খেটে রোজগার করেন। তবে ছবিতে অনৈতিক টাকা কীভাবে মিলছে সেটা জানা যাবে ছবিটা দেখার পরেই।
সায়নী আরো বলেন, রাজনীতি সম্পর্কেও মানুষের নানান ধারণা আছে। অনেকে ভাবেন, যেসব অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে পা রাখেন তারা সবাই এসি ঘরে বসে গায়ে হাওয়া লাগিয়ে রাজনীতি করে। এই ধারণাটাই বদলাতে চান সায়নী। তিনি বলেন, যারা ভাবেন আরাম কেদারায় বসে রাজনীতি হয়, তাদের জন্যই রাজনীতিটা মন দিয়ে করতে চান তিনি।
রাজনীতির সঙ্গে সঙ্গে রাজনীতির আঙিনাতেও একই রকম সক্রিয় সায়নী। বিভিন্ন কর্মসূচীতেও দেখা যায় তাঁকে। তাই এটা স্পষ্ট যে গায়ে হাওয়া লাগানোর জন্য তিনি রাজনীতিতে আসেননি, বক্তব্য সায়নীর। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘অপরাজিত’ ছবিতে। অপরাজিত রায়ের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
সায়নী বলেন, আগে তিনি বছরে দশটারও বেশি ছবি করতেন। কিন্তু এখন ছবির সংখ্যা অনেক কমিয়ে এনেছেন তিনি। তাও মূলধারার কোনো ছবিতে অভিনয় করেন না তিনি। কিন্তু তবুও তাঁকে সবাই খুব ভালবাসে। তিনি ‘দিদি’র দলের লোক বলেই কিনা তা তিনি জানেন না। তবে এটাকে তিনি আশীর্বাদ বলেই মানেন বলে মন্তব্য করেন সায়নী।