‘আমার জান’, পিসি সাবার কোলে চড়ে প্রথম বার ক‍্যামেরার মুখোমুখি করিনা-পুত্র জাহাঙ্গীর

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের পতৌদি পরিবারের অন‍্যতম সদস‍্য সাবা আলি খান (saba ali khan)। করিনা কাপুর খানের ননদ তিনি। নবাব পরিবারে সাবাকেই সবথেকে কম মানুষ চেনেন অথচ তিনিই সোশ‍্যাল মিডিয়ায় সবথেকে বেশি সক্রিয় থাকেন। আসলে অন‍্য দুই ভাই বোনেদের মতো অভিনয় জগতের মানুষ নন সাবা। তাই তাঁর পরিচিতিও কম। এমনকি কানাঘুঁষো শোনা যায় এই ননদটিকে নাকি বিশেষ পছন্দও করেন না বেবো।

তবে তাতে অবশ‍্য ভ্রূক্ষেপ করেন না সাবা। পতৌদি পরিবারের সব সদস‍্যদেরই খুব ভালবাসেন তিনি। বিশেষত ছোট্ট ছোট্ট ভাইপো ভাইঝিদের। তৈমুর আলি খান ও জেহ আলি খানকে নিজের ‘জান’ মনে করেন সাবা। তাঁর ইনস্টা হ‍্যান্ডেল ভর্তি টাইগার, শর্মিলা, সইফ, করিনা, সারা, তৈমুরের ছবিতে। বহু পুরনো অদেখা ছবিও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন সাবা।

kareena saba 1621651517
সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে পরিবারের সবথেকে খুদে সদস‍্য জেহ ওরফে জাহাঙ্গীরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সাবা। ছবিতে দেখা যাচ্ছে জেহকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দুজনেই তাকিয়ে ক‍্যামেরার লেন্সের দিকে। বোনঝি ইনায়া নাওমি খেমুর জন্মদিনে এই ছবিটি তুলেছিলেন সাবা। বার্থডে গার্লকে কোলে নিয়েও একটি ছবি তুলেছেন তিনি। দুটি ছবিতেই লিখেছেন, ‘আমার জান’।

Screenshot 2021 10 02 02 08 57 314 com.instagram.android
দুই জানের সঙ্গে ছবি তুলে অপর জানকে ভুলে যাবেন? কভি নেহি! এদিনের পার্টিতে তৈমুরের সঙ্গেও একটি ছবি তুলেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, হাতে পপকর্ন নিয়ে এক মনে অন‍্যদিকে তাকিয়ে রয়েছে তৈমুর। ক‍্যাপশনে সাবা লিখেছেন, ‘টিমও আমার জান। পাপেট শো আর পপকর্ন বেশি মজার। ফুপির (ওর কাছে বুয়াজান) পোজ দিতে অপেক্ষা করবে। খুব ভালবাসি, এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।’

https://www.instagram.com/p/CUcdP8pI_AW/?utm_medium=copy_link

 

এর আগে জেহ এর সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে সাবা দাবি করেছিলেন তাদের দুজনকে নাকি একই রকম দেখতে। জাহাঙ্গীর নাকি বড় হয়ে একেবারে নিজের পিসির মতোই দেখতে হয়েছে, এমনটাই দাবি করেছিলেন সাবা। তাঁর ছবিতে প্রতিক্রিয়াও দিয়েছিলেন নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর