‘আজ যা বলব সবই তো মিথ্যা হবে…’, উত্তমকে নিয়ে এ কী বললেন সাবিত্রী?

বাংলা হান্ট ডেস্ক : একঝাঁক ছবি, সঙ্গে হাজারও স্মৃতি__বাংলা ইন্ডাস্ট্রি আজ কেবল উত্তমময় (Uttam Kumar)। কারণ আজকের দিনেই ধরাধামে এসেছিলেন এই কিংবদন্তি নায়ক। বাংলা ইন্ডাস্ট্রির নাম করলে যে নামটা সবার আগে মাথায় আসে তা হল উত্তম কুমার। আজ এত বছর পরেও তাঁর জায়গা কিংবা স্থান নেওয়ার মতো সাহস কিংবা ক্ষমতা কারোর নেই।

প্রতি বছরই এই বিশেষ দিনটিকে ধুমধাম করে পালন করে থাকেন তাঁর অনুরাগীরা। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম হয়ে ওঠার সফরটাকে আরও একবার ঝালিয়ে নেয় সকলে। একটার পর একটা হিট ছবি, আর দূর্দান্ত রোমান্সে যিনি বাঙালিকে মাতিয়ে রেখেছিলেন তাঁর কথা কি ভোলা যায়! না তিনি অভিনয়ে খামতি রাখতেন আর না আপোস করতেন চরিত্রের সঙ্গে।

সেই কারণেই তো বাঙালির আইকন সত্যজিৎ রায় বলেছিলেন, উত্তম হলেন ইন্ডাস্ট্রির একমাত্র স্টার। নায়ক-অভিনেতা কোনটা ছেড়ে কোনটা বলে ডাকবে তাকে! যে প্রোজেক্টে হাত দিতেন তাতেই সোনা ফলানোর ক্ষমতা রাখতেন তিনি। উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়া, কিংবা উত্তম সাবিত্রী..যার সাথে জুটি বেঁধেছেন সেটাই আইকনিক হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : সম্পূর্ণ বিনামূল্যে! Jio-কে টেক্কা দিয়ে বাম্পার প্ল্যান আনল BSNL, মাথায় হাত আম্বানির

তারমধ্যেই এমন বেশকিছু ছবি তিনি বাঙলার দর্শকদের উপহার দিয়েছেন যা আজীবন মনের মণিকোঠায় থেকে যাবে। এই যেমন উত্তম-সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটির কথাই ধরা যাক না কেন। একটা সময় এই জুটি নজর কাড়ত সকলের। এতদিন পর আজকের দিনেও ভক্তরা তাঁদের উদাহরণ দিয়ে থাকে। এমতাবস্থায় সহ অভিনেতার জন্ম বার্ষিকীতে তাঁকে নিয়ে কী বললেন সাবিত্রী?

আরও পড়ুন : স্বপ্ন হবে সত্যি, মাধ্যমিক পাশেই পেয়ে যান ISRO-র চাকরি! অপেক্ষা করছে মোটা বেতন

অভিনেত্রীর কথায়, ‘মহানায়ককে নিয়ে আর নতুন করে কী বলি বলুন তো! উত্তমকুমার সম্পর্কে এখন বলতে গেলে মিথ্যে কথা বলা হবে। ও আমার হৃদয়ে আছে হৃদয়েই থাক। তাঁর প্রতি শ্রদ্ধা-ভালোবাসা সবকিছু রয়েছে আমার। প্রতিদিন তাঁর কথা মনে হয়। এখনও স্টুডিওয় ঢুকলে মনে হয় তিনি বেঁচে আছেন। এখনই এসে জিজ্ঞেস করবেন কেমন আছিস?’

আরও পড়ুন : ফ্লপমাস্টার থেকে সুপারস্টার! উত্তম ভক্তরাও জানেননা মহানায়কের জীবনের এই ৬ টি গল্প

why sabitri chatterjee is still single 1264x720

দুজনের একসাথে করা ছবির কথা বললে উঠে আসবে শেষ অঙ্ক, মৌচাক, মরুতীর্থ হিংলাজ, ধন্যি মেয়ে, গলি থেকে রাজপথ, পথে হল দেরি-র মত কালজয়ী সব সিনেমার নাম। এতগুলো ছবিতে কত শত স্মৃতি যে জমা হয়ে আছে তার ইয়ত্তা নেই। একসাথে কাজ করতে গিয়ে কত ধরণের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অভিনেত্রী। তাই আজও প্রতিদিন, প্রতি মুহূর্তে উত্তমের স্মৃতিগুলিকে নাড়াচাড়া করেন অভিনেত্রী।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর