বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সুস্থতার খবরের আশায় বুক বেঁধে রয়েছেন অনুরাগী এবং শুভাকাঙ্খীরা। দশ দিনেরও বেশি হাসপাতালে রয়েছেন অভিনেত্রী। এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি তাঁর। শারীরিক অবস্থার অবনতিও অবশ্য হয়নি তাঁর। কিন্তু ঐন্দ্রিলার জ্বর আসটা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন সব্যসাচী চৌধুরীও (Sabyasachi Chowdhury)।
ঐন্দ্রিলার সঙ্গে সেই প্রথম দিন থেকেই রয়েছেন সব্যসাচী। বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। গাড়ি নিয়ে ঐন্দ্রিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান সব্যসাচী। সেদিন থেকে সেখানেই রয়েছেন ঐন্দ্রিলা। তাঁর অবস্থার অবনতি হয়নি বটে, তবে উন্নতিও বিশেষ হয়নি।
সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে দুবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দিয়েছিলেন সব্যসাচী। তিনি জানিয়েছিলেন, এক্সটার্নাল স্টিমুলির মাধ্যমে ঐন্দ্রিলার মধ্যে সাড়া জাগানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর সাম্প্রতিক পোস্টে একটু অন্য রকম সুর শোনা গেল।
সব্যসাচী লিখেছেন, ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাক্যলের জন্য প্রার্থনা করুন, অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করুন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে অমানুষিক শক্তিতে লড়াই করছে ও।’
হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত সি প্যাপ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। গত মঙ্গলবার যে সংক্রমণ ধরা পড়েছিল তাঁর শরীরে তা অ্যান্টি বায়োটিকের কারণে এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু জ্বর ছাড়েনি ঐন্দ্রিলা যা কিছুটা শঙ্কার বলে মনে করছেন চিকিৎসকরা। তাই সব্যসাচীরও আর্জি, ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করতে।