বাংলাHunt :বেশ কিছুক্ষণ আগে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্ত। তিনি বলেন মেয়র পদে বসার পর থেকে একের পর এক বেআইনি নির্মাণ বন্ধ করেছিলাম বলে আজ আমাকে রোষের মুখে পড়তে হচ্ছে, একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি।
তাই মানুষের দাবি যদি না মানা হয় তাহলে এই পথ আমার কাছে গুরুত্বহীন এবং তিনি বলেন আমি সরকারি গাড়ি করে বিধান নগর পৌর ভবন এসেছিলাম, যাবো নিজের গাড়ি করে।
সেখান থেকে তিনি চলে যান বিকাশ ভবনের সামনে যেখানে প্রায় শতাধিক শিক্ষকরা তারা আন্দোলন শুরু করেছেন এবং তাদের ন্যায্য দাবি যতক্ষণ না মানা হচ্ছে না ততক্ষণ তারা আন্দোলন তুলবেন না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
সেই দাবিতে অংশগ্রহণ করেন সব্যসাচী দত্ত এবং তিনি জানিয়ে দেন ঠাণ্ডা ঘরে বসে সরকারি বাবুরা রয়েছে কিন্তু তাদের শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করছে এবং ন্যূনতম বাথরুম এবং জল দেওয়ার কথা সেইটুকু তাদের দেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ আন্দোলনকারী দের সাথে তিনি একসাথে পথ চলবেন বলে জানা গেছে।