মঙ্গলসূত্রের মতো পবিত্র গয়নার অশ্লীল বিজ্ঞাপন, হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগে আইনি নোটিস ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচীকে

বাংলাহান্ট ডেস্ক: একটা মঙ্গলসূত্রর বিজ্ঞাপন বানিয়ে আইনি জটিলতায় জড়ালেন জনপ্রিয় বাঙালি ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জি (sabyasachi mukherjee)। মঙ্গলসূত্রর বিজ্ঞাপনে অশ্লীলতা বিক্রি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল। এবার হিন্দু ধর্ম ও সংষ্কৃতিকে আঘাত হানার অভিযোগে আইনি নোটিস পেলেন সব‍্যসাচী।

বলিউডের ফ‍্যাশন ডিজাইনারদের মধ‍্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দিকে থাকবেন সব‍্যসাচী মুখার্জি। বাঙালি ফ‍্যাশন ডিজাইনারের পোশাক, গয়নার স্টাইলে মুগ্ধ সকলে। বলিউডের নামজাদা অভিনেতা অভিনেত্রীদের বিয়ে মানেই পোশাক তৈরি করবেন সব‍্যসাচীই। কিন্তু নিজের ‘হটকে’ চিন্তা ভাবনার জন‍্য যে এভাবে ঝামেলায় জড়াতে হবে তা হয়তো ভাবতেও পারেননি তিনি।

Sabyasachi 1
গত বুধবার প্রকাশ‍্যে এসেছিল সব‍্যসাচীর তৈরি মঙ্গলসূত্রর বিজ্ঞাপন। ডিজাইনারের অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করা হয়েছিল বিজ্ঞাপনটি। সেখানে দেখা যায়, অন্তর্বাস পরিহিত এক মহিলা মডেলের গলায় ঝুলছে মঙ্গলসূত্র। এক পুরুষ মডেলের বুকে মাথা রেখেছেন তিনি। এক সমকামী জুটিকে দিয়েও বিজ্ঞাপনে মডেলিং করিয়েছেন সব‍্যসাচী।

Sabyasachi 2
তারপরেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ উগরে দেয় সব‍্যসাচীর বিরুদ্ধে। তাদের অভিযোগ, নিজের গয়না বেচার জন‍্য অশ্লীলতা ছড়াচ্ছেন ফ‍্যাশন ডিজাইনার। মঙ্গলসূত্রর মতো একটা পবিত্র গয়নার এমন বিজ্ঞাপন মেনে নেয়নি অনেকেই।

এরপর সব‍্যসাচীর বিরুদ্ধে হিন্দু ধর্মাবেগে আঘাত হানা অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন আইনজীবী আশুতোষ জে দুবে। মঙ্গলসূত্রর মতো পবিত্র গয়নাকে অপমানের জন‍্য প্রকাশ‍্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব‍্যসাচীকে। সেই সঙ্গে ১৫ দিনের মধ‍্যে বিজ্ঞাপনটিও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই আইনি নোটিসের উত্তরে এখনো মুখ খোলেননি সব‍্যসাচী।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর