বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ভারত- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (India- Australia test series)। ইতিমধ্যেই এই সিরিজ ঘিরে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারত -অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের। গতবার অস্ট্রেলিয়া সফর থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে ইতিহাস রচনা করেছিল বিরাট ব্রিগেড। তবে এবার ঘরের মাঠে এই অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী। আর তাই সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে সাবধান করে দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার (Sachin tendulkar)।
সচিন তেন্দুলকার মনে করেন গতবারের থেকে এবার অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী। এবার অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত ঘটেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের। আর এই দুজনের অন্তর্ভুক্তিতে এবার অস্ট্রেলিয়া দল আগের থেকেও শক্তিশালী। আর তাই এই টেস্ট সিরিজ ভারতীয় দলের জন্য বেশ কঠিন হতে চলেছে সেটা জানিয়ে দিলেন সচিন তেন্দুলকার।
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছাড়াও সচিন তেন্দুলকার বাড়তি নজর দিতে বলেছেন মার্কস লাবুশনের দিকে। শচীনের মতে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের পাশাপাশি এবার অস্ট্রেলিয়া দলে আরেক তারকা রয়েছেন তিনি হলেন মার্কস লাবুশনে। যিনি এই টেস্ট সিরিজে বড় ভূমিকা পালন করতে পারেন। আর তাই সিরিজ শুরুর আগে এই তিনজনের নাম ধরে বিরাট কোহলিদের সাবধান করে দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।