গতকাল হারের পর কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক সচিন তেন্ডুলকর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পাঞ্জাবের হারের কারণ হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স ও কে এল রাহুলের খারাপ অধিনায়কত্ব।

এই ম্যাচে কে এল রাহুল বেশ কিছু খারাপ সিদ্ধান্ত নেন। আর তারপরই কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কে এল রাহুল। এরফলে প্রথমে ব্যাটিং করতে আসে মুম্বাই ইন্ডিয়ান্স। আর মুম্বাই ইন্ডিয়ান্সের একেবারে শেষ ওভারে অর্থাৎ 20 তম ওভারে কে এল রাহুল বল করতে পাঠান দলের অনভিজ্ঞ বোলার কৃষ্ণাপ্পা গৌতমকে। আর কে এল রাহুলের এই সিদ্ধান্ত নিয়েই সমালোচনা করেছেন সচিন তেন্দুলকার।

https://twitter.com/sachin_rt/status/1311697278709706752?s=20

এইদিন টুইট করে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ” কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া ক্রিজে রয়েছেন, আর সেই সময় ম্যাচের কুড়ি তম ওভারে বল করতে দেওয়া হল একজন অফস্পিনারকে!” সঙ্গে ইমোজি দিয়েছেন সচিন।
কে এল রাহুলের সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল তার প্রমাণ পাওয়া গেল সেই ওভারে। কৃষ্ণাপ্পা গৌতমের সেই ওভারে চার, ছক্কার বন্যা বইয়ে দেন হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড। সেই ওভার থেকে আসে 25 রান। এরফলে এক ধাক্কায় মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছে যায় 191 রানে।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর