বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মধ্যে সম্পর্ক খুব একটা সৌহার্দ্যপূর্ণ ছিল না বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও শতরান করা সচিন টেন্ডুলকারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব।
কপিল দেব একটি অনলাইন লাইভ চ্যাটে বলেছিলেন যে শচীন টেন্ডুলকার সেঞ্চুরিগুলিকে ২০০ বা ৩০০ তে নিয়ে যেতে ব্যর্থ হতেন। ইউটিউবে ‘ইনসাইড আউট’ শোতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমনের সাথে কপিল দেব বলেছেন যে “আমি সচিনের মতো প্রতিভা দেখিনি, তবে তিনি কঠিন মানসিকতার ব্যাটসম্যান ছিলেন না।”
কপিল দেব বলেছেন, ‘সচিন জানত কীভাবে শতরান করতে হয়, কিন্তু সেই সেঞ্চুরি কীভাবে ডাবল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরিতে রূপান্তর করতে হয় তা তিনি জানতেন না। সচিন টেন্ডুলকারের মতো একজন ব্যাটসম্যানের ক্যারিয়ারে অন্তত তিনটি ত্রিশতরান করা উচিত ছিল। কারণ ও পেসার এবং স্পিনার দুরকমের বোলারের বিরুদ্ধেই সমান স্বাচ্ছন্দ্য বোধ করত।
কপিল দেব আরও যোগ করেন, ‘সচিন শতরান করার পর সিঙ্গেল নেওয়া শুরু করতেন। যদিও তারপর ওর আরও আক্রমণাত্মক ব্যাটিং করা উচিত ছিল।’ কপিল দেবের কথা একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে তার কথায় সত্যতা আছে। কারণ টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকারের একটিও ত্রিশতরান নেই। টেস্টে সচিন টেন্ডুলকারের সেরা স্কোর ২৪৮ রান এবং তার ঝুলিতে রয়েছে মাত্র ছয়টি ডাবল সেঞ্চুরি।