বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) সম্পর্কে একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেখানে জানা গিয়েছিল যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন একসময় কোটি কোটি টাকার অফার থাকা সত্ত্বেও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করতে রাজি হননি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই তাকে কুর্নিশ জানিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ তাকে ভণ্ডও বলেছেন।
নিন্দুকরা তার সমালোচনা করেছিলেন, কারণ সচিন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন না করলেও অনলাইন গেমিং অ্যাপসের বিজ্ঞাপন করে থাকেন। অনেকের মতে এই কাজ করার পর তার মুখে আর নীতি বা নৈতিকতার কথা মানায় না। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করা যেমন নিন্দার কাজ তেমনই এই অ্যাপসের বিজ্ঞাপন করাটা খুব একটা সাধু কাজ বলে মানতে রাজি নন অনেকেই।
প্রাক্তন ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে একটি অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার জন্য আইনি নোটিশের হুমকি দেওয়ার দুই দিন পরে, সম্প্রতি প্রহর জনশক্তি দলের বিধায়ক বাচ্চু কাডু এবং তার দলের কর্মীরা প্রাক্তন ভারতীয় তারকার বাড়ির বাইরে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
প্রকাশ্যে সচিন টেন্ডুলকারের উদ্দেশ্যে হুংকার ছেড়েছেন বাচ্চু কাডু। একজন পাবলিক আইকন হওয়া সত্বেও কিভাবে এই জাতীয় খেলার বিজ্ঞাপনের সাথে যুক্ত থাকতে পারেন সচিন, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। শুধু তাই নয়। সচিন টেন্ডুলকারকে ‘ভারতরত্ন’ সম্মান ফেরত দেওয়ার জন্যও দাবি তুলেছেন তারা।
আরও পড়ুন: বাংলায় শিল্প আনাই লক্ষ্য, মমতার সাথে সফরসঙ্গী হয়ে বার্সেলোনা উড়ে যাবেন সৌরভ?
ভারতরত্ন হল ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। কিন্তু বাচ্চুর মতে সচিন আর সেই সম্মানের জন্য উপযুক্ত ব্যক্তি নন। এই অনলাইন গেমিং অ্যাপগুলি বর্তমান তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে এবং এর ফলে তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হন বলে জানিয়েছেন তিনি। আর এমন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় শচীন টেন্ডুলকার নিজের সম্মানের জায়গা হারিয়েছেন বলে দাবি করছে তার দল।