বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের দুনিয়ায় কিংবদন্তিদের তালিকায় একদম প্রথমসারিতে রয়েছেন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। তাঁকে “ক্রিকেটের ভগবান” হিসেবে অভিহিত করা হয়। সমগ্র বিশ্বজুড়ে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন। তবে, সফলতার চূড়ায় পৌঁছে গেলেও সচিন সবসময় মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন। শুধু তাই নয়, তাঁর শান্ত মনোভাব সবাইকেই আকৃষ্ট করে।
সচিন (Sachin Tendulkar) কিনে ফেললেন এই বিলাসবহুল গাড়ি:
তবে, অনেকেই এটা জানেন না যে সচিন (Sachin Tendulkar) গাড়ি খুব পছন্দ করেন। এমতাবস্থায়, দেশ-বিদেশের দামি গাড়িগুলি তাঁর গ্যারেজে উপস্থিত রয়েছে। তবে, এবার সেখানে আরও একটি নতুন গাড়ি যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। যেই বিষয়টি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Looks like Sachin has added the Curvv to his collection! pic.twitter.com/xoSbWCaL30
— Johns. (@CricCrazyJohns) December 25, 2024
সচিনের গ্যারেজে নতুন অতিথি: জানিয়ে রাখি যে, সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) সম্প্রতি Tata Curvv গাড়িটি কিনেছেন। এটি হল একটি কুপ স্টাইলের SUV। যেটি পেট্রোল-ডিজেল সহ বৈদ্যুতিক ইঞ্জিনের বিকল্পেও উপলব্ধ রয়েছে। Tata Curve-এর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে জানাতে হয় এটি একটি 5 সিটার SUV। যেটিতে রয়েছে 6 টি এয়ারব্যাগ, লেভেল 2 ADAS, ESC, 4 হুইল ডিস্ক ব্রেক, TPMS, 360-ডিগ্রি ক্যামেরা, অটো-হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেকের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য। রিপোর্ট অনুযায়ী Tata-র এই গাড়ির দাম 19 লক্ষ টাকা।
আরও পড়ুন: ট্রাম্পের এই একটি নীতিই চ্যালেঞ্জের মুখে ফেলবে RBI-কে! প্রভাবিত হবেন ভারতীয়রা, সামনে এল রিপোর্ট
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই গাড়ির কয়েক মাস আগে সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) Lamborghini Urus S গাড়ি কিনেছিলেন। এই গাড়িটি তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Lamborghini Urus S-এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 4.13 কোটি টাকা।
আরও পড়ুন: নিলামে হয়ে গিয়েছে বড় ভুল! এই ৩ টি বিষয় IPL-এ ভোগাবে KKR-কে, মাথায় হাত অনুরাগীদের
তেন্ডুলকারের গ্যারেজে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি: জানিয়ে রাখি যে সচিনের (Sachin Tendulkar) গ্যারেজে এমন একাধিক গাড়ি রয়েছে যেগুলির দাম কয়েক কোটি টাকা। সুন্দর বাটার ফ্লাই ডোর সহ সচিনের একটি BMW-র গাড়ি রয়েছে। যেটির দাম 2.29 কোটি টাকা। এই গাড়িটির মূল আকর্ষণ হল এর বাটার ফ্লাই ডোর। অনেক অভিনেতার কাছেও এই গাড়িটি রয়েছে। এর পাশাপাশি, Porsche 911 Turbo স্পোর্টস কারও রয়েছে সচিনের গ্যারেজে। এটির দাম প্রায় 3.13 কোটি টাকা।