২০ বছর আগের রেকর্ড ভাঙলো! একদিনে সচিন টেন্ডুলকারকে দুইবার পেছনে ফেললেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে ভারতীয় দল (Indian Cricket Team) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) এই ম্যাচেই সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) দুটি রেকর্ড ভেঙ্গে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। টসে জিতে রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এবং চোটগ্রস্থ হওয়ার আগে শুভমান গিল ভারতকে যে সুন্দর স্টার্ট দিয়েছিলেন তার ওপর বিশাল বড় রানের ইমারত গড়ছেন কোহলি।

বিরাট কোহলি চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে ছিলেন। আজ তার সামনে সচিনের ঘরের মাঠে সচিনের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল। আর তিনি ঠিক সেটাই করলেন। প্রাথমিকভাবে শচীনের কোন দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি।

আরও পড়ুন: সচিনের মেয়ের সামনে সচিনের কীর্তিতে ভাগ বসালেন গিল! তবে পায়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য

◆ কোনও একটি নির্দিষ্ট বিশ্বকাপে এই বিশ্বকাপের আগে সবচেয়ে বেশিবার ৫০ রানে গণ্ডি অতিক্রম করার রেকর্ড ছিল সচিন টেন্ডুলকার ও সাকিব আল হাসানের নামে। সচিন ২০০৩ বিশ্বকাপে এবং সাকিব ২০১৯ বিশ্বকাপে মোট ৭ বার ৫০ রানের গণ্ডি অতিক্রম করেছিলেন। বিরাট কোহলি আজ এই কাজ করে দেখালেন অষ্টমবার যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

◆ এর আগে একটি নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহকের রেকর্ডটি ছিল সচিনের দখলে। ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে মাঠে নেমে তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬৭৩ রান করেছিলেন। কিন্তু এবার তার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। তার ইনিংস শেষ হলে বোঝা যাবে যে তিনি ঠিক কোথায় গিয়ে থামবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর