ফের চমক রেলের! বাংলায় এন্ট্রি নিল গেরুয়া বন্দে ভারত, এই রুটে শুরু হবে পরিষেবা, কি জানাল রেল?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, সাম্প্রতিক কালে রীতিমতো ঢেলে সাজানো হচ্ছে রেলকে। এমনিতেই প্রতিদিন আমাদের দেশে লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে চেপে যাতায়াত করেন নিজেদের গন্তব্যে। তাঁদের কথা মাথায় রেখেই সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।

এছাড়াও, এখন দেশের সবথেকে আলোচিত ট্রেন হিসেবে বিবেচিত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। ২০১৯ সালে এই অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেনের সফর দেশে শুরু হলেও বর্তমানে ভারতের বিভিন্ন রুটে পরিষেবা প্রদান করছে এই ট্রেন। পাশাপাশি, ভারতীয় রেল ক্রমশ দেশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে। এদিকে আমাদের রাজ্যেও এখনও পর্যন্ত মোট ৫ টি বন্দে ভারত এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে।

Saffron colored Vande Bharat Express came to West Bengal

তবে, এই আবহেই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, এবার আরও একটি নতুন বন্দে ভারত শীঘ্রই সফর শুরু করবে বাংলায়। তবে, পূর্বের বন্দে ভারত গুলির তুলনায় এটি হবে কিছুটা আলাদা। কারণ, এবার আস্তে চলেছে বন্দে ভারতের নতুন রেক। যেখানে নীল-সাদার পরিবর্তে পরিলক্ষিত হবে গেরুয়া রং।

আরও পড়ুন: আম্বানির টান বলে কথা! PSL ছেড়ে ভারতে উপস্থিত এই তারকা খেলোয়াড়, মুখ পুড়ল পাকিস্তানের

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চেন্নাইয়ে স্থিত ICF-এ তৈরি নতুন এই বন্দে ভারত ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছে। পাশাপাশি জানা গিয়েছে, আট কামরার ওই ট্রেনে একটি একজিকিউটিভ শ্রেণি রয়েছে। বাকি কামরাগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার। রেল সূত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে এই নতুন রেকটি নিউ জলপাইগুড়িতে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Jio-Airtel পাবে বিরাট ধাক্কা! গ্রাহকদের জন্য এবার BSNL-এর নয়া পদক্ষেপ, শীঘ্রই দেশে শুরু হবে 4G পরিষেবা

এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে নতুন এই ট্রেনের রুট ঠিক কি হবে? শোনা যাচ্ছে যে, এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত সফর করতে পারে। যদিও, নতুন বন্দে ভারত এক্সপ্রেস কবে থেকে রাজ্যে পরিষেবা শুরু করবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন যে, ‘‘ট্রেনটি কবে চালু হবে তা এখনও জানা যায়নি।’’ তবে, শীঘ্রই ট্রেনটির ট্রায়াল রান সম্পন্ন হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর