বাংলা হান্ট ডেস্কঃ বিজয় দশমীর দিনে তাজমহলে গেরুয়া ঝান্ডা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মী তাজমলহলের ভিতরে ঢুকে গেরুয়া ঝান্ডা তোলে আর শিব চালিসা পাঠ করে। যেভাবে তাজমহলে এই ঝান্ডা তুলে শিব চালিসা পাঠ করা হয়েছে, সেটা নিয়ে এখন তাজমহলের সুরক্ষা ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকে তাজমহলে গেরুয়া ঝান্ডা তুলে শিব আরাধনা করা ব্যক্তির নাম হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি রূপে হয়েছে। জানা গিয়েছে যে, হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর প্রায় পাঁচবার তাজমহলের ভিতরে গেরুয়া ঝান্ডা তুলে শিব আরাধনা করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিন্দু জাগরণ মঞ্চের গৌরব ঠাকুর দাবি করেন যে, তাজমহল মমতাজ বেগমের স্মৃতি সৌধ না। সেটি ভগবান শিবের প্রাচীন মন্দির। উনি জানান, তিনি তাজমহলে এর আগেও শিব আরাধনা করেছেন, আর আগামী দিনেও করবেন।
উনি জানায়, তাজমহলের সত্যতা সবার সামনে আসা উচিৎ। উনি বলেন যে, শাহাজান দ্বারা বানানো এই তাজমহল কোনও ভালোবাসার চিহ্ন নয়, এটি হল হিন্দুদের আস্থার কেন্দ্র।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে