‘আমরা শিশু নই, যে কেউ আমাদের ভুল বোঝাবে’, CAA প্রসঙ্গে মোহন ভাগবতকে আক্রমণ ওয়েইসির

বাংলাহান্ট ডেস্কঃ নাগরিকত্ব সংশোধন আইনের বিষয়ে মোহন ভাগবতের (Mohan Bhagwat) মন্তব্যের পাল্টা আক্রমণ করলেন আসাদউদ্দিন ওয়েইসি। নবরাত্রির অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘচালক বলেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু মানুষ নিজেদের স্বার্থে মুসলিমদের ভুল বোঝাচ্ছে। এই বক্তব্যের পাল্টা দিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) -এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)।

মোহন ভাগবতের বক্তব্য
রবিবার দশেরা উৎসবের এক সভায় যোগদান করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘচালক মোহন ভাগবত বলেন, ‘CAA কোন নির্দিষ্ট ধর্ম বিরোধী নয়। CAA বিষয়ে মুসলিম ভাই বোনেরা শুধু শুধু ভুল বুঝছেন। তাদেরকে ইচ্ছা করে কেউ বা কারা ভুল বোঝাচ্ছেন। কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধ করতে মুসলিম ভাই বোনেদের ভুল বোঝাচ্ছেন’।

ভাগবতকে আক্রমণ ওয়েইসির
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সর সংঘচালক মোহন ভাগবতের এই মন্তব্যের ভিত্তিতে তাঁকে আক্রমণ করে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘আমরা একদমই শিশু নই, যে কেউ আমাদের ভুল বোঝাবে আর আমরা তা বুঝে নেব। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) আর জাতীয় নাগরিকপঞ্জী (NRC) এই আইন দুটি একসঙ্গে করা হলে, সেবিষয়ে বিজেপি নিশ্চুপ’ কেন রয়েছে’।

আইন পতিবর্তন না করলে আমরা বিরোধিতা চালিয়ে যাব
আসাদউদ্দিন ওয়েইসি আরও বলেন, ‘এই আইনে যদি মুসলিম সংক্রান্ত কোনও বিষয় যদি নাই থাকে, তাহলে ধর্ম সংক্রান্ত সমস্ত শর্ত এই আইন থেকে বাতিল করে নিতে হবে। যতক্ষণ না এই আইনটি দ্বারা আমাদের ভারতীয় প্রমাণ করার প্রয়োজন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আইনটির বিরোধিতা করব। ‘

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর