আবারো মৃত‍্যুসংবাদ বলিউডে, প্রয়াত হলেন ‘চাঁদনি’, ‘কহো না পেয়ার হ‍্যায়’এর চিত্রনাট‍্যকার

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরেও অব‍্যাহত বলিউডে (bollywood) মৃত‍্যুমিছিল। প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক তথা লেখক সাগর সারহাদি (sagar sarhadi)। সিলসিলা, চাঁদনি, কহো না পেয়ার হ‍্যায় এর ছবির চিত্রনাট‍্যকার ছিলেন তিনি। সোমবার সকালেই মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই হৃদপিন্ডের অসুখে ভুগছিলেন এই বর্ষীয়ান পরিচালক। গত কয়েকদিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। সোমবির সকালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। আজই হতে চলেছে প্রয়াত পরিচালকের শেষকৃত‍্য। তিন বছর আগেও হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

IMG 20210322 120936
১৯৩৩ সালের আবোতাবাদে জন্মগ্রহণ করেন সাগর সারহাদি। তাঁর আসল নাম গঙ্গাসাগর তালওয়ার। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান পিউপিলস থিয়েটারের সদস‍্য ছিলেন তিনি। বলিউডের অত‍্যন্ত জনপ্রিয় চিত্রনাট‍্যকার ছিলেন তিনি। সিলসিলা, বাজার, নুরি, দিওয়ানা, চাঁদনি, কহো না পেয়ার হ‍্যায় এর মতো ছবির চিত্রনাট‍্য লিখেছিলেন তিনিই।

স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহ, ফারুক শেখ অভিনীত বাজার ছবিটির পরিচালনাও করেছিলেন সাগর সারহাদি। সুপারহিট ছবি কহো না পেয়ার হ‍্যায় এর সংলাপ লিখেছিলেন তিনি। বলিউডে প্রবেশের আগে বেশ কয়েকটি ছোট গল্প ও নাটক লিখেছেন তিনি। বর্ষীয়ান পরিচালকের মৃত‍্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে বলিউডে।

বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন সাগর সারহাদি। হৃদপিন্ডের সমস‍্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। এর আগেও একই সমস‍্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু এবার আর শেষরক্ষা হল না। পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তারকারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর