মেদিনীপুর কাণ্ডের ছায়া সাগর দত্তে! ইঞ্জেকশন দিতেই প্রসূতির মৃত্যু, অসুস্থ আরও ১০

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) স্মৃতি এখনও টাটকা। স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। কড়া পদক্ষেপ নিয়েছিল সরকার (Government of West Bengal)। সেই রেশ কাটতে কাটতেই এবার শিরোনামে উঠে এল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Hospital)। ব্যাকটেরিয়া সংক্রামক ইঞ্জেকশন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু ও আরও ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ।

সাগর দত্তের (Sagore Dutta Hospital) ঘটনায় কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের!

জানা যাচ্ছে, প্রয়াত প্রসূতির নাম পম্পা (৩৫)। তিনি একটি বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন। তবে লজ্জার কারণে নিজের কর্মস্থলে প্রসব করতে চাননি। নিমতার মিলনগড় নিবাসী ওই মহিলা গত ২৭ এপ্রিল রাতে সাগর দত্ত হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু তারপরেও কিছুতেই তাঁর যন্ত্রণা কমছিল না। এরপর পম্পাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই প্রসূতির মৃত্যুর শংসাপত্রে (Death Certificate) মৃত্যুর কারণ হিসেবে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পর শুধু পম্পা নন, আরও কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১০ জন প্রসূতির অবস্থার অবনতি হয়েছিল।

আরও পড়ুনঃ সুদীপ-বিবেকের নামে ‘মিসিং ডায়েরি’ BJP-র! হঠাৎ কী হল?

হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রি অবশ্য সেই দাবি মানতে চাননি। তাঁর বক্তব্য, ইঞ্জেকশন দেওয়ার পর প্রসূতিদের অবস্থা খারাপ হওয়ার কোনও খবর নেই। তাই তদন্ত কমিটি তৈরি করার কোনও প্রশ্ন ওঠে না। তাছাড়া রোগীর পরিবারের তরফ থেকেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে দাবি করেছেন সাগর দত্তের সুপার।

Sagore Dutta Medical College and Hospital

জানা যাচ্ছে, যে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁরা এখন স্থিতিশীল। তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে অন্য মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ মোট ৫ জন রয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মেদিনীপুর কাণ্ডের ছায়া সাগর দত্তে (Sagore Dutta Hospital)! হাসপাতালের সুপার অভিযোগ অস্বীকার করলেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পরবর্তীতে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X