বাংলা হান্ট ডেস্কঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী ৩রা মে পর্যন্ত গোটা দেশে লকডাউন লাগু আছে। আর এই লকডাউনের কারণে পরিবেশ এবং নদী দ্রুত গতিতে স্বচ্ছ হচ্ছে। উত্তর প্রদেশের সাহারানপুরে (Saharanpur) বাতাসের দূষণের মাত্রা কমে ৪০ এর নীচে চলে গেছে। হাওয়ার ওড়া দূষণের কনা গুলোও উধাও হয়ে গেছে। আর এই কারণে সেখান থেকে বরফে ঢাকা পাহাড়, পর্বতমালা পরিস্কার দেখা যাচ্ছে।
সাহারানপুর আয়কর বিভাগের আধিকারিক অশোক পুষ্কর, কিনি সাহারানপুর দেরাদুন রোডের নন্দ বাটিকা কলোনিতে থাকেন তিনি নিজের বাড়ির ছাদ থেকে সুন্দর ছবি তুলেছেন। আর ওই ছবিতে উত্তর প্রদেশ থেকেও হিমালয় দেখা যাচ্ছে। হিমালয়ের এই পর্বতমালা উত্তর প্রদেশের সাহারানপুর থেকে কমপক্ষে ২২৫ কিমি দূর।
Dushyant Kumar, a govt employee & an amateur photographer from UP's Saharanpur says, he has clicked pictures of the Himalayas seen from Saharanpur on April 26 following low pollution levels amid lockdown. He clicked these photos of the Himalayas seen from the terrace of his house pic.twitter.com/J1rNg7ReT4
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 30, 2020
ভারতে প্রথম যখন লকডাউন শুরু হল, তখন অনেকেই মজার ছলে সোশ্যাল মিডিয়ায় ছবি এডিট করে লিখেছিল যে, আমার বাড়ির ছাদ থেকে কুতুবমিনার দেখা যাচ্ছে। কেউ বলেছে, আমার বাড়ির ছাদ থেকে হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। যদিও ওগুলো সব নিছক মজাই ছিল। কিন্তু এবার আর মজা না।
ছবি তো ব্যাক্তি অশোক পুস্কর জানিয়েছেন যে, একদিন আগে তিনি ছাঁদে উঠে সময় কাটাচ্ছিলেন, আর সেই সময় উনি এই অবাক করা দৃশ্য দেখতে পান এবং সাথে সাথে সেটি ক্যামেরা বন্দি করে দেন। উনি জানান, এরকম ঘটনা এর আগে কোনদিনও ঘটেনি। উনি জানান, লকডাউনের কারণে পরিবেশের দূষণ এত কমে গেছে যে, প্রকৃতি নিজের আসল রুপ দেখাচ্ছে। ওই এলাকার আরও কয়েকজনের সাথেও সেদিন ঠিক একই রকম ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আরেকদিকে বিশেষজ্ঞদের অনুযায়ী, এটা দুস্কর হলেও অসম্ভব না। যেহেতু সাহারানপুর থেকে হিমালয়ের দূরত্ব ২০০ থেকে ২২৫ কিমি। সেহেতু আবহাওয়া পরিস্কার থাকলে এরকম ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ঘটনা কতটা সত্য সেটা ছবি যাচাই করে দেখলেই পাওয়া যাবে বলে জানান ওনারা।