মহিলা যাত্রীদের জন্য দারুন সুখবর! রেলসফরে সুরক্ষায় এল ‘সহেলি’, প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবে RPF

ভারতীয় রেলের (indian railway) বিভিন্ন শাখায় প্রতিদিনই কম বেশি হেনস্থার শিকার হতে হয় মহিলা রেল যাত্রীদের। এমনকি এই হেনস্থার কারনে অনেক মহিলাই একা দূরপাল্লার ট্রেনে চড়তে চান না৷ এবার মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘সহেলি’ (saheli) প্রকল্প নিয়ে এল দক্ষিণ পূর্ব রেল।

rpf constable

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেনে ওঠা প্রতিটি মহিলা যাত্রীর নম্বর নিয়ে খোলা হবে ব্রডকাস্ট গ্রুপ। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত এই গ্রুপের মাধ্যমেই মহিলা যাত্রীদের সুবিধা অসুবিধা দেখবে RPF. এমনকি যাত্রীরা চাইলে সরাসরি যোগাযোগ করতেও পারবে RPF এর কর্মী ও আধিকারিকদের সাথে।

এই গ্রুপগুলির অ্যাডমিন হবেন মহিলা আরপিএফ কর্মীরাই। রেল সফর শুরু করার সাথে সাথেই যোগাযোগ করা হবে যাত্রীদের সাথে। যাত্রীদের দেওয়া হবে একাধিক ইমার্জেন্সি নম্বরও। দেওয়া হবে ট্রেনে কর্তব্যরত আরপিএফ কর্মীর নম্বরও।

১৮ সেপ্টম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে এই প্রকল্প। পুরো দমে রেল চালু হলে আরো বিশদে এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। সব মিলিয়ে, প্রশংসনীয় এই উদ্যোগে মহিলা যাত্রীদের ভরসা জোগাচ্ছে দক্ষিণ পূর্ব রেল।

 

 


সম্পর্কিত খবর