কাশ্মীরি পণ্ডিতদের হত্যা আর মুসলিমদের উপরে অত্যাচার সমান! বিতর্কিত মন্তব্য করে আইনি ঝামেলায় সাই পল্লবী

বাংলাহান্ট ডেস্ক: পয়গম্বর বিতর্ক নিয়ে তোলপাড় গোটা দেশ। তার মধ্যে আবার কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফাঁসলেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকাণ্ডকে গাড়িতে করে গোরু নিয়ে যাওয়া মুসলিম ব্যক্তির উপরে আক্রমণের সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন পল্লবী। অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পল্লবী বলেন, “কাশ্মীরি ফাইলসে দেখানো হয়েছিল কীভাবে সে সময়ে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছিল। এটাকে যদি ধর্মীয় দ্বন্দ্ব হিসাবে দেখা হয়, তাহলে সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল যখন একজন মুসলিম ব্যক্তির উপরে গাড়িতে করে গোরু নিয়ে যাওয়ার সময়ে হামলা করা হয়। জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিল ওরা। তাহলে ওই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য কী হল?”

Sai Pallavi 4

সাই পল্লবী আরো বলেন, “আমাকে ছোট থেকে শেখানো হয়েছিল দুর্বলদের রক্ষা করতে। নিপীড়িতদের সবসময় রক্ষা করার শিক্ষা পেয়েছি আমি।” সাই পল্লবীর মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। অভিনেত্রীর বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ হায়দ্রাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে পল্লবীর বিরুদ্ধে।

অভিনেত্রীর যে মন্তব্য নিয়ে এত শোরগোল পড়েছে সেখানে তিনি বলেছিলেন, মানুষের দৃষ্টিভঙ্গি গড়ে তোলে তার পারিপার্শ্বিক পরিবেশ। উদাহরণ স্বরূপ তিনি বলেছিলেন, পাকিস্তানিরা মনে করে, ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদী। আবার ভারতীয়রাও একই রকম ভাবে। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলা যায় না বলেই মন্তব্য করেছিলেন পল্লবী।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় সাই পল্লবী। কিন্তু তাঁর এই মন্তব্য বেশ ক্ষুব্ধ করেছে অনুরাগীদের। বিতর্ক তুঙ্গে উঠলেও নিজের মন্তব্যের সপক্ষে কোনো সাফাই এখনো দেননি অভিনেত্রী। দায়ের হওয়া অভিযোগ সম্পর্কেও কোনো মন্তব্য করেননি তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর