বাংলাহান্ট ডেস্ক : সইফ আলি খানের (Saif Ali Khan) উপরে হামলার ঘটনায় তোলপাড় চলছে বলিউডে। আঁচ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। বলিউডের ‘নবাব’ সইফ আলি খানের মতো ভিভিআইপির নিজের বাড়িতে এমন ঘটনায় জন সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই শণাক্ত করা গিয়েছে অভিনেতার হামলাকারীকে। কী তার পরিচয়? কীভাবেই বা সইফের (Saif Ali Khan) বাড়িতে ঢুকলেন তিনি?
পুলিশের তরফে ফাঁস করা হল সইফের (Saif Ali Khan) হামলাকারীর পরিচয়
বৃহস্পতিবার মুম্বই পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আপৎকালীন অর্থাৎ ফায়ার এক্সিট এর সিঁড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল ওই দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই বাড়িতে ওই দুষ্কৃতী ঢুকেছিল বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। বেশ কয়েক ঘন্টা ফ্ল্যাটের মধ্যে ঘাপটি মেরে বসেছিল সে।
কীভাবে ফ্ল্যাটে ঢুকল দুষ্কৃতী: পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ প্রথমে ওই দুষ্কৃতী সইফ (Saif Ali Khan) করিনার ছোট ছেলে জেহ এর ঘরে ঢুকেছিল। বিপদ টের পেয়ে অ্যালার্ম বাজাতে শুরু করেন বাড়ির পরিচারিকা। ওই অ্যালার্মের শব্দ পেয়েই নাকি ছুটে এসেছিলেন সইফ (Saif Ali Khan)। তখনই ওই দুষ্কৃতীর সামনে পড়েন তিনি। অভিনেতার শরীরে সে ৬ বার ছুরির কোপ বসায়। শিরদাঁড়াতেও চোট পেয়েছেন তিনি। এমনকি আহত হয়েছেন বাড়ির পরিচারিকাও।
আরো পড়ুন : নতুন মেগা আনল TRP টপার সিরিয়ালের প্রোডাকশন, প্রোমোতেই নজরকাড়া গল্প
শুরু হয়েছে তদন্ত: ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশ এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের ১০ সদস্যের একটি দল তল্লাশি চালু করে দিয়েছে। সন্দেহভাজন দুষ্কৃতীর মুখও ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফে। বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে।
আরো পড়ুন : সইফের উপরে হামলায় চিন্তিত মমতা, ‘শর্মিলাদি’কে বিশেষ বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার সফল হয়েছে সইফের (Saif Ali Khan)। খবর পেয়েই বলিউড তারকাদের ভিড় জমতে শুরু করেছে হাসপাতালে। এখন অভিনেতা বিপদমুক্ত আছেন বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।