পতৌদির প্যালেসে সইফ-করিনার প্ল্যানচেট! কী ঘটেছিল সেদিন রাতে? ফাঁস হল শিহরণ জাগানো অভিজ্ঞতা

বাংলাহান্ট ডেস্ক: পরপারের (Afterlife) প্রতি মানুষের আগ্রহ অদমনীয়। যা বরাবরের অজানা তার প্রতিই তো কৌতূহল বেশি থাকে। আর এই কৌতূহল থেকেই পরপারের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন পথ তৈরি হয়েছে। আত্মাকে আহ্বান করার নেশা রয়েছে অনেক নামীদামী ব্যক্তিত্বেরও। এই তালিকায় নাম রয়েছে বলিউডের নবাব এবং বেগম সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের।

জানলে অবাক হবেন, পরপারের প্রতি সইফের নাকি প্রবল কৌতূহল। তিনি রীতিমতো চর্চা করেন বিষয়টা নিয়ে। পাশাপাশি ভৌতিক, অলৌকিক গল্প তাঁর বিশেষ পছন্দের। শুধু তাই নয়, ছেলে তৈমুর আলি খানকেও নাকি এখন থেকেই ভূতের গল্প, সিনেমা দেখায় উৎসাহিত করছেন তিনি। তবে সইফের পাল্লায় পড়ে একবার যে অভিজ্ঞতা হয়েছিল তা সম্প্রতি ফাঁস করলেন পরিচালক গৌরব কে চাওলা।

Saif ali khan planchette experience in pataudi palace

সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অলৌকিক ওয়েব সিরিজ ‘অধুরা’র পরিচালক গৌরব। তিনি আবার সইফ করিবার ঘনিষ্ঠ বন্ধুও বটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার এই অজানা দিকটার কথা ফাঁস করে তিনি জানান, সইফের পতৌদি প্যালেসে প্ল্যানচেট করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কতটা ভয়াবহ ছিল সে রাত? গৌরব নিজের মুখেই জানিয়েছেন তা।

পরিচালক জানান, সইফের সঙ্গে তাঁর পতৌদির প্যালেসে গিয়েছিলেন তিনি। রাতে প্রাচীন সেই প্যালেসে বসেছিল প্ল্যানচেটের আসর। উইজা বোর্ডের মাধ্যমে আত্মাকে আহ্বান করার পরিকল্পনা করেছিলেন তাঁরা। গৌরব জানান, তিনি এবং সইফ ছাড়াও সেখানে অভিনেতার ইংল্যান্ড থেকে আসা বন্ধুবান্ধবরাও ছিলেন।

তাঁরা পরিকল্পনা করেছিলেন যে ইংরেজিতে আহ্বান করা হবে আত্মাকে। শেষমেষ সফল হয়েছিলেন তাঁরা? কোনো ভৌতিক অভিজ্ঞতা কি হয়েছিল? গৌরব জানান, ইংরেজিটাই গণ্ডগোল করে দিয়েছিল সবটা। তবে প্ল্যানচেট ব্যর্থ হওয়ার পর তাঁরা সকলে মিলে বাস্তব ভৌতিক অভিজ্ঞতার গল্প করছিলেন। তখন সইফের ইংল্যান্ডবাসী এক বান্ধবী তাঁর বাস্তব অভিজ্ঞতা শুনিয়েছিলেন।

সইফ নিজে একবার জানিয়েছিলেন, তিনি নিজে নাস্তিক। বেশি ধর্ম নিয়ে মাতামাতি তাঁর পছন্দ নয়। পরকালের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। মৃত্যুর পর আর কিছু নেই, এই ভাবনাটা তাঁকে বিমর্ষ করে তোলে। তাঁর মতে, মৃত্যুর পরেও কিছু থাকুক, এটাই চান তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর