রাবণ নাকি আলাউদ্দিন খিলজি! স্পাইক চুল-টিশার্ট পরা সইফকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: হাজারো বিতর্কের মধ্যে দিয়ে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। কিন্তু মুক্তির পরেও ছবিটিকে ঘিরে বিতর্ক আলোচনা থামছে না। প্রভাস, কৃতি সানন এবং সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবিটি ১৬ জুন প্রেক্ষাগৃহে এসেছে। দর্শকদের প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে নেটমাধ্যমে। আর সেই সঙ্গে নতুন করে ট্রোল শুরু হয়েছে সইফ আলি খানকে নিয়ে।

লঙ্কেশ ওরফে রাবণের ভূমিকার অভিনয় করেছেন সইফ। কিন্তু তাঁর লুক নিয়ে প্রথম থেকেই হাসাহাসি কটাক্ষ চলছিল নেটপাড়ায়। লঙ্কেশ রূপী সইফকে দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, রাবণ নয় বরং আলাউদ্দিন খিলজি বেশি লাগছে তাঁকে। টিজার ভিডিও মুক্তি পাওয়ার পর থেকে যে ট্রোলিং শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে ছবি মুক্তির পরেও।

raavan saif

সইফকে নিয়ে চলছে ব্যাপক ট্রোল

রামায়ণ মহাকাব্য নির্ভর আদিপুরুষ ছবিতে লঙ্কেশের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। কিন্তু টিজার ট্রেলারে তাঁর লুক দেখে একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। রাবণের পৈতে তো নেইই, উলটে তাঁকে মুসলিম লুক দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন দর্শকরা। চোখে সুরমা দেওয়া আলাউদ্দিন খিলজি বলে কটাক্ষ করা হয়েছিল সইফকে।

সোশ্যাল মিডিয়ায় দেদারে খিল্লি

আদিপুরুষ ছবির একটি দৃশ্য নিয়ে বানানো হয়েছে মিম। সেই ছবিতে নীল রঙের টিশার্টের উপরে যুদ্ধবেশ পরে থাকতে দেখা গিয়েছে লঙ্কেশকে। এদিকে তাঁর দশ মাথা। কাণ্ড দেখে হাসি থামছে না নেটিজেনদের। অনেকে আবার রীতিমতো বিরক্ত। লঙ্কেশের লুক নিরাশ করছে দর্শকদের। কোথাও আবার পুরনো রামায়ণ ধারাবাহিকের রাবণের ছবির সঙ্গে কোলাজ করে মিম বানানো হয়েছে। এখানেই শেষ নয়, পুষ্পক রথের জায়গায় ভিএফএক্স করা বিরাটাকার বাদুড় দেখে ক্ষুব্ধ দর্শকরা।

https://twitter.com/kadak_chai_/status/1669589444553494528?s=20

তবে শুধুই যে ট্রোল হচ্ছে এমনটা কিন্তু নয়। অনেকে সইফের অভিনয়ের প্রশংসাও করেছেন। কিন্তু প্রশংসার পরিমাণ ট্রোলের তুলনায় অনেকটাই কম। হাস্যকর ভিএফএক্স দিয়ে রামায়ণের মতো মহাগাথাকে নিয়ে এমন অপমানজনক ছবি বানানোয় পরিচালক ওম রাউতের উপরেও ক্ষেপেছেন দর্শকরা। তবে এর প্রভাব ব্যবসায় কতটা পড়বে সেটাই দেখার অপেক্ষা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর