‘জয় শ্রী রাম’ বলায় আপত্তি, ‘আদিপুরুষ’ বিতর্কের মাঝেই নতুন করে চর্চায় সইফ আলি খান

বাংলাহান্ট ডেস্ক: রোজই নিত্যনতুন বিতর্কে নাম উঠে আসছে ‘আদিপুরুষ’ (Adipurush) এর। পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যে ছবিই মুক্তি পাচ্ছে সেটাকে ঘিরেই শুরু হয়ে যাচ্ছে সমালোচনা, বিতর্কের ঝড়। আদিপুরুষও রেহাই পেল না ট্রোল থেকে। একাধিক কারণে সমালোচনার শিকার হচ্ছে এই ছবি। এর মাঝেই নতুন করে চর্চায় উঠে এসেছেন সইফ আলি খান (Saif Ali Khan)।

পর্দায় রাবণ হয়ে দর্শকদের ইতিমধ্যেই বিষম খাইয়েছেন সইফ। তাঁর চরিত্রায়ণ নিয়ে উঠেছে একাধিক আপত্তি। সইফ রাবণ হতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। তাঁর প্রথম লুক দেখার পরেও অনেকে দাবি করেছিলেন, রাবণের থেকে তাঁকে আলাউদ্দিন খিলজি বেশি মনে হচ্ছে।

saif adipurush

আর ছবি মুক্তির পর ভিএফএক্স এর দৌলতে আরোই চর্চিত হয়ে ওঠে রাবণ। এবার বাস্তবেও বিতর্কের মুখে পড়লেন সইফ। সম্প্রতি নিজের দুই ছেলে ইব্রাহিম আলি খান এবং তৈমুর আলি খানকে নিয়ে আদিপুরুষ দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। সিনেমা দেখে বেরোতেই অভিনেতাকে ঘিরে ধরে পাপারাৎজি। ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি।

পালটা সইফও হাসিমুখে হাতজোড় করেন। কিন্তু ভিডিওটি ভাইরাল হতেই ফুঁসে উঠেছেন নেটিজেনরা। পালটা ‘জয় শ্রী রাম’ কেন বললেন না সইফ? এ নিয়েই যত ঝামেলা। একজন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, এদের শ্রী রামের মাহাত্ম্য নয়, শুধু টাকার অঙ্ক নিয়েই কাজ। আরেকজন লিখেছেন, তৈমুর ভাবছে এই সব করার থেকে অন্য পেশা বেছে নিতে পারতে বাবা।

শুধু তাই নয়, একটি ছবিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আদিপুরুষ দেখতে গিয়ে ইব্রাহিম এবং তৈমুর দুজনেই চোখ বন্ধ করে মুখ ঢাকা দিয়ে বসে রয়েছে। আর পাশে বসে সইফ হাসিমুখে তাকিয়ে ক্যামেরার দিকে। এই ছবিটি নিয়েও চলছে ট্রোলিং। নেটিজেনরা বলছেন, সইফের নিজের ছেলেরাই তাঁর সিনেমা দেখতে পারছে না। দর্শকদের অবস্থাটা এবার বুঝতে পারছেন নির্মাতারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর