অস্কার পাওয়ার যোগ্যতা রয়েছে মমতার! ফেসবুকে ভিডিও পোস্ট করে যা লিখলেন BJP-র সজল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। রাতদিন এক করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন। তার অন্যতম পরিচয় তৃণমূল সুপ্রিমো হিসেবে। তবে আরেক রূপেও সকলের কাচের সমানভাবে সমাদৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল শিল্পী রূপে। কবিতা লেখা, আঁকা, গান লেখা, সবেতেই পারদর্শী তিনি। আবার পাশাপাশি তিনি সুরকারও। সম্প্রতি এই বিষয়ে সকলে অবগত হয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Awards 2023)। বাংলার টেলি তারকাদের সম্মান দেওয়ার জন্য গত বৃহস্পতিবার এক মেগা অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)।

   

টেলি তারকাদের হাতে পুরস্কার দিতে মুখ্যমন্ত্রী যখন মঞ্চে ওঠে তখন সঞ্চালক হঠাৎই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন। ‘অনন্য টেলি সম্মানে’ সম্মানিত করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেই অবদানের জন্য পুরস্কার গ্রহণ করতে চাননি মুখ্যমন্ত্রী। তার নাম ঘোষণা করতেই পুরস্কার না নিয়েই মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। সেই মুহূর্তের ভিডিও বর্তমানে বেশ ভাইরাল। আবার সেই নিয়ে বয়ে গিয়েছে ট্রোলের বন্যা।

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর! প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিল রাজ্য সরকার, খুশিতে আত্মহারা মানুষজন

আর সেই ভাইরাল ভিডিও নিয়ে এবার আসরে বিজেপি নেতা সজল ঘোষ (Sajal ghosh)। গতকাল রাতে নিজের ফেসবুকে মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে যাওয়ার একটি সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘অস্কার পাওয়ার যোগ্যতা সম্পন্ন একজন শিল্পীকে এরকম একটা সাধারণমানের টেলি সম্মান,তাও আবার না জানিয়ে,এটা সমগ্র জাতির লজ্জা।’

fb post

আরও পড়ুন: লোকাল ট্রেনে ধুন্ধুমার! সহযাত্রীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক পরিণতি, দেখুন ভিডিও

নেটিজেনদের মতে আসলে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেই বিজেপি নেতার এই পোস্ট। প্রসঙ্গত, বাংলার অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক ‘দেশের মাটি’ ও ‘গুড্ডি’ যে দুই ধারাবাহিক নিয়ে মাতোয়ারা লক্ষ লক্ষ মানুষ, সেই সিরিয়ালের টাইটেল সংয়ের কথা ও সুর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষিতেই অনুষ্ঠানের সন্ধ্যায় ‘অনন্য টেলি সম্মানে’ ভূষিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি সেই পুরস্কার গ্রহণ করেননি। তবে এভাবে পুরস্কার না নিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ায় মমতার সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর