বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ ঘিরে বারেবারে উত্তাল হচ্ছে রাজনৈতিক মহল। অসমে বাংলাভাষীদের হেনস্থা করার অভিযোগ নিয়ে কিছুদিন ধরেই চলছে বিতর্ক। সম্প্রতি এ বিষয়ে সরাসরি মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি-অবাঙালি ইস্যুতে তাঁকে পালটা কটাক্ষ শানালেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। মুখ্যমন্ত্রীর ‘বাড়ির বৌমাও তো অবাঙালি’, খোঁচা বিজেপি নেতার।
বাঙালি বিতর্কে মমতাকে কটাক্ষ সজল ঘোষের (Sajal Ghosh)
রাজ্যের বেশ কয়েকজন আইপিএস এবং আইএএস দের কয়েকটি তালিকা শেয়ার করেছেন সজল ঘোষ (Sajal Ghosh)। সেখানে ৫০ এর অধিক আইএএস এবং আইপিএস দের নাম রয়েছে, যাঁরা প্রত্যেকেই অবাঙালি। পাশাপাশি শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, সুস্মিতা দেব, সাকেত গোখলের মতো রাজ্য এবং লোকসভার পাঁচজন তৃণমূল সাংসদের নামও উল্লেখ করেছেন, যাঁরা প্রত্যেকেই অবাঙালি।

কী লিখেছেন বিজেপি নেতা: এই তালিকার উপরেই জ্বলজ্বল করছে রুজিরা নারুলার নাম, যিনি সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এই পোস্ট শেয়ার করে সজল ঘোষ (Sajal Ghosh) কটাক্ষ করে লিখেছেন, ‘বাড়ির বৌমা ও অবাঙালী l সারা রাজ্যটাকে অবাঙালী IAS – IPS দের হাতে বেচে দিয়ে, এখন দিদি বাঙালি প্রেম দেখিয়ে বেড়াচ্ছেন।’
আরও পড়ুন : শিরদাঁড়া গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা, পাকিস্তানের ঘোর বিপদে ফেলে পালাল চিন-ও! মাথায় হাত শেহবাজের
বাঙালি ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী: প্রসঙ্গত, অসমে বাঙালি হেনস্থার অভিযোগে শনিবার এক্স হ্যান্ডেলে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘দেশের দ্বিতীয় সবথেকে বড় কথ্য ভাষা, বাংলা অসমেরও দ্বিতীয় সবথেকে বড় কথ্য ভাষা। যেসব মানুষরা সমস্ত ভাষা এবং ধর্মকে সম্মান জানিয়েই নিজের মাতৃভাষাকে ধরে রাখতে চান, তাদের হেনস্থা করা অসাংবিধানিক’। বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডাকে রুখে দিতে অসমের সমস্ত মানুষকে রুখে দাঁড়ানোর ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : তিন মাসও কাটতে পারল না, শুরু হতে না হতেই দাঁড়ি পড়ছে জলসার নতুন সিরিয়ালে
এদিকে বাংলার মুখ্যমন্ত্রীকে পালটা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, বাঙালি নয়, বরং অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের কারণেই সীমান্ত লাগোয়া অঞ্চলের স্থানীয় মানুষজন বিপন্ন হয়ে পড়েছে। ভাষার দোহাই দিয়ে অনুপ্রবেশকে আড়াল করার চেষ্টার অভিযোগ তুলেও সরব হন তিনি।