মোদিজীর সঙ্গে সাক্ষাৎ করে আমি ধন্য, ওনার নেতৃত্ব অসাধারণ, বললেন সাকিব আল হাসান

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকালে বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। করোনাকালে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন মোদিজি।

সেখানে মোদিজীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মোদিজীর সঙ্গে সাক্ষাৎ করার পর এক ভিডিও বার্তায় সাকিব জানিয়েছেন, ” ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমি ধন্য। নিজেকে খুবই সাম্মানিক মনে হচ্ছে। ওনার বাংলাদেশ সফর দুই দেশের জন্যই উপকৃত হবে এটাই আশা করি। আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও উন্নতি ঘটবে। ভারতের হয়ে উনার নেতৃত্ব অসাধারণ”

   

n265543648c4f9e715cfea56c41315da9ab80e2148059bbabb97f6d7e28914582c867122fb

বাংলাদেশের বিমানবন্দরে মোদীজিকে স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মোদীজিকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন মোদীজি। আগামীকাল দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন মোদীজি। তারপর সেখানকার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দেশে ফিরে আসবেন তিঁনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর