বাংলা হান্ট ডেস্কঃ চেন্নাইয়ে চলছে আইপিএল 2021 এর নিলাম। এই নিলামে ভাগ্য নির্ধারণ হতে চলেছে 292 জন ক্রিকেটারের। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের নিলাম। এইদিন নিলামে সাড়ে 10 কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। মোট 8 জন ক্রিকেটার, এর মধ্যে দুজন বিদেশি এবং 6 জন দেশীয় ক্রিকেটার কেনার কোটা ছিল কেকেআরের হাতে।
2012 – 🏆
2014 – 🏆@Sah75official is here for Number 3⃣স্বাগত, ময়না 💜#KKR #HaiTaiyaar #IPL2021 #IPLAuction2021 #AuctionAction21
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
এইদিন শুরু থেকেই কেকেআরের নজরে ছিল একজন ভালো অলরাউন্ডার ক্রিকেটার। আর এই সুযোগ কাজে লাগালেন কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেয়েই ফিরিয়ে নিলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিন কোটি কুড়ি লক্ষ টাকার বিনিময়ে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, এই সাকিব কলকাতার জার্সি গায়ে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
We have bought our first Knight of this #IPLAuction 🌟🌟
LIVE UPDATES: https://t.co/JkjTriDSPC https://t.co/siTeO1slZ3 pic.twitter.com/ucaP7jdhuV
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
এছাড়াও রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়েলস। 16 কোটি 25 লক্ষ টাকার বিনিময়ে ক্রিস মরিসকে দলে নিয়ে আইপিএলের ইতিহাসে রেকর্ড করলো রাজস্থান রয়েলস। এর আগে এত টাকা দিয়ে আইপিএলে কোন ক্রিকেটারকে কেনা হয়নি। এছাড়াও 14 কোটি 20 লক্ষ টাকার বিনিময় গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।