বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। এক ধাক্কায় ডিএ বেড়েছে ৪ শতাংশ। অর্থাৎ এবার থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই চলে এল নয়া খবর। সূত্রের খবর, এবার খুব শীঘ্রই রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক কর্মীদের বেতন (Salary) বৃদ্ধি পেতে চলেছে।
গত শুক্রবারই একটি চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। চুক্তি অনুযায়ী, এবার থেকে বছরে ১৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে তাদের বেতন। এবং এই সুবিধা পাবেন দেশের প্রায় ৮ লক্ষ কর্মচারী। জানা যাচ্ছে, ২০২২ সকলের নভেম্বর থেকে লাগু হবে এই নিয়ম। সেক্ষেত্রে বকেয়া হিসেবে একযোগে বিপুল অঙ্কের টাকা হাতে পাবেন দেশের ব্যাঙ্ক কর্মীরা।
উল্লেখ্য যে, ভারতের ব্যাঙ্ক কর্মীদের বেতন সংক্রান্ত সমস্ত কিছু দেখভাল করে থাকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA। এইদিন IBA-র চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল মেহতা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘ব্যাঙ্ক ব্যবস্থায় এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। UFBU, AIBOU, AIBASM ও BKSM-র মত কর্মচারি সংগঠনগুলির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এই নিয়ে ১২ তম দ্বিপাক্ষিক চুক্তিতে সই করলাম আমরা।’
একই সাথে আরও জানা যাচ্ছে, শীঘ্রই DA এবং তার উপর অতিরিক্ত ওয়েটেজ অন্তর্ভুক্ত করে নতুন বেতন কাঠামো তৈরি করবে IBA। এই চুক্তিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে মহিলাদেরও। মহিলা কর্মীরা প্রতি মাসে একদিন মেডিক্যাল লিভ নিতে পারবেন। এবং এর জন্য কোনোরকম মেডিক্যাল সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়বেনা।
কেবল চাকরিরত কর্মীরাই নয়, এই চুক্তির ফলে লাভবান হবেন অবসরপ্রাপ্তরাও। যারা ২০২২ এর ৩১ অক্টোবরের আগে অবসর নিয়েছেন তারা পেনশনের পাশাপাশি এক্স-গ্রেশিয়ার টাকাও পাবেন। বিশেষ সুবিধা মিলবে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও। পাশাপাশি ছুটির ক্ষেত্রেও বড় বদল আসতে পারে। আগামি সময়ে মাসে দুই শনিবার নয়, প্রতিটি শনিবারই বন্ধ রাখা হতে পারে ব্যাঙ্কের কাজকর্ম। সূত্রের খবর, আসন্ন নির্বাচনের আগেই এই প্রস্তাবে সিলমোহর দিতে পারে নরেন্দ্র মোদীর মন্ত্রীসভা।