আম্বানির বিয়েতে চুরি গেল জাকারবার্গের স্ত্রীর গয়না! সাড়ে তিন ঘণ্টা তল্লাশির পর যা হল …

বাংলাহান্ট ডেস্ক : গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানের আসর বসেছিল। আম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান বলে কথা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। বলিউডের একাধিক সুপারস্টার থেকে শুরু করে ক্রিকেট জগতের নক্ষত্ররা, কে ছিলেন না এই অনুষ্ঠানে! 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটা কর্ণধার মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানও। তবে এই অনুষ্ঠানে জাকারবার্গের স্ত্রী খুইয়ে বসলেন মহার্ঘ পেনডেন্ট। এই খবর সামনে আসার পর শুরু হয় বিস্তর খোঁজাখুঁজি। জানা গেছে প্রায় সাড়ে তিনঘন্টা ধরে চলে তল্লাশি পর্ব। যদিও শেষ পর্যন্ত হারানো পেনডেন্ট খুঁজে পাওয়া গেছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।

আরোও পড়ুন : বড়সড় উদ্যোগ রাজ্য সরকারের! একধাক্কায় বাড়ল NBSTC কর্মীদের বেতন, দেখুন মাসে কত পাবেন

জানা গেছে হাজার হাজার অতিথিদের ভিড়ে প্রিসিলার গলার পেনডেন্ট হারিয়ে যায়। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ প্রিসিলা লক্ষ্য করেন তাঁর গলার পেনডেন্টটি নেই। তিনি এই বিষয়টি জানান স্বামী মার্ককে। এরপর গোটা ঘটনা জানানো হয় অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। তারপর শুরু হয় তল্লাশি।

আরোও পড়ুন : বাবা নামকরা গায়ক হলেও ছেলে করেন এই কাজ! চিনে রাখুন বিখ্যাত সংগীতশিল্পী শানের পুত্রকে

জানা গেছে টানা সাড়ে তিন ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও এই তল্লাশি অভিযানে হাত লাগান। তবে শেষ পর্যন্ত খোয়া যাওয়া পেনডেন্টটি মিলেছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।  অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, পেনডেন্টটি খুব প্রিয় ছিল প্রিসিলার। এটি ফিরে পেতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন।

article 202436810144936889000

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে মার্চ মাসের শুরু থেকেই সেজে ওঠে গুজরাটের জামনগর। দেশ-বিদেশের অতিথীরা উপস্থিত হন আম্বানি পুত্রের এই প্রাক বিবাহ অনুষ্ঠানে। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে সামনে এল ফেসবুক কর্তার স্ত্রীর গয়না হারানোর খবর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর