এবার সময়ের আগেই মিলবে বেতন ও পেনশন! এই সরকারি কর্মীদের জন্য ‘সুখবর’, বিজ্ঞপ্তি জারি

Published on:

Published on:

government employees

বাংলা হান্ট ডেস্কঃ মিডিয়া রিপোর্ট বলছে, খুব শীঘ্রই ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আবার আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন। সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়া বারো। এরই মধ্যে আরও ভালো খবর সামনে এল কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য। যদি আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government) হন তাহলে অবশ্যই জেনে নিন বিস্তারিত।

উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভালো খবর | Government Employees

জানিয়ে রাখি, উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনহোল্ডারের (Pension) জন্য সময়ের আগে বেতন ও পেনশন দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। গণেশ চতুর্থী, ওনম উৎসব উপলক্ষে সময়ের আগেই মিলবে বেতন ও পেনশন। এই টাকা অগ্রিম হিসাবে বিবেচিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

২১, ২২ অগাস্ট অর্থ মন্ত্রকের অফিস স্মারকলিপি অনুযায়ী, মহারাষ্ট্রের প্রতিরক্ষা, ডাক ও টেলিকম সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২৬ অগাস্ট আগস্ট মাসের বেতন মিলবে। গণেশ চতুর্থীর আগেই পকেটে আসবে টাকা। কেরালায় ৪-৫ সেপ্টেম্বর পর্যন্ত ওনম উৎসব রয়েছে, সেই রাজ্যে বেতন এবং পেনশন মিলবে ২৫ আগস্ট।

উৎসবের মরশুমে যাতে সরকারি কর্মচারীরা ভালো মত সমস্ত উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যেই অগ্রিম টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জারি করা সার্কুলারে বলা হয়েছে, “এই বেতন/মজুরি/পেনশন অগ্রিম হিসাবে বিবেচিত হবে ও পুরো মাসের জন্য প্রতিটি কর্মচারী/পেনশনহেল্ডার বেতন/মজুরি/পেনশন নির্ধারণের পরে সমন্বয় সাপেক্ষে হবে।”

government employees

আরও পড়ুন: শনিবার পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

যাতে এই সময়ে সরকারি কর্মীদের পেনশন পেতে কোনো বিলম্ব না হয় সেই জন্য অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কে অনুরোধ করেছে-যে কেরালা ও মহারাষ্ট্রের ব্যাঙ্কগুলির শাখাগুলিকে অগ্রিম বেতন ও পেনশন প্রদানের কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করা হোক। সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা।