ফের সুখবর! ভাতা বাড়ল রাজ্যের এই কর্মচারীদের, বিজ্ঞপ্তি জারি করল নবান্নের অর্থ দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ প্রায় শেষের পথে। কিছুদিন পরই নয়া বছর। আর চলতি বছর শেষের আগেই সুখবর দিল রাজ্য সরকার (Government Of West Bengal)। রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের ভাতা (Allowance Hike) বাড়ল। এক ধাক্কায় ২০০০ টাকা ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। যার জেরে স্বাভাবিকভাবেই খুশি এই কর্মীরা।

জানিয়ে রাখি, রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের ভাতা বাড়ানো হল। গতকালই নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মাসে ৩ হাজারের বদলে এবার থেকে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে ‘কর্মবন্ধু’দের। রাজ্য সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে নয়া কাঠামো কার্যকর হচ্ছে। সেই হারেই এবার থেকে ভাতা মিলবে। অর্থাৎ এবার থেকে বছরে বাড়তি ২৪,০০০ টাকা পাবেন তারা।

‘কর্মবন্ধু’রা মূলত রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে কাজ করেন। আংশিক সময়ের কাজও করে থাকেন তারা। সাফাইকাজ কিংবা নৈশপ্রহরী হিসেবে কাজ করতে পারেন তারা। ২০১৮ সালে থেকে তাদের মাসিক ভাতা ছিল ৩০০০ টাকা। দীর্ঘ ৬ বছর পর সেই ভাতা বৃদ্ধি হল। এবার থেকে ৩০০০ এর বদলে মাসে পাবেন ৫০০০ টাকা করে পাবেন তারা।

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। অর্থাৎ বকেয়াও মিলবে। এবার তাদের যে বেতন দেওয়া হবে, তার সঙ্গে আগের দুমাসের বাড়তি ভাতা যোগ করা হবে। অর্থাৎ নভেম্বরের ভাতার সঙ্গে বাড়তি ৪,০০০ টাকা পাবেন তারা। বছর শেষে এক লাফে ২০০০ টাকা ভাতা বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি এই সকল কর্মীরা।

nabanna

আরও পড়ুন: ‘ছ’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিন’, রাজ্যকে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

‘কর্মবন্ধু’দের ভাতা বাড়লেও রাজ্যের স্থায়ী সরকারি কর্মচারীরা যে অপেক্ষায় আছেন, সেই দাবি এখনও পূরণ হয়নি। বহুদিন থেকেই বকেয়া ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এখনও সুরাহা হয়নি। কোনো কোনো রিপোর্টে দাবি করা হচ্ছে, ডিসেম্বর মাসে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনও ঘোষণা করতে পারে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর