আমিরের সঙ্গে ইদ পালন সলমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুর্লভ ছবি

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে দীর্ঘদিন ধরেই রাজত্ব চালিয়ে যাচ্ছেন খানেরা। ছবি হিট করতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমায় কেন চরিত্রে হাজির হচ্ছেন সলমান (Salman Khan)। আবার কখনও ঘটছে উল্টোটা। তাঁদের মধ্যে রয়েছে ব্যাপক বন্ধুত্ব। কিন্তু সেভাবে আমির খানের (Amir Khan) সঙ্গে দেখা যায় না শাহরুখ কিংবা সলমানকে। তবে বন্ধুত্ব যে নেই এমনটাও কিন্তু নয়। আর তা বোঝা গেল ইদের দিনেই।

আমির খানের সঙ্গে শাহরুখ কিংবা সলমানের দেখা পাওয়া সত্যিই বিরল ঘটনা। তবে সম্প্রতি ভাইজানের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে এমনই এক ছবি। যা দেখলে অবাক হবেন আপনিও। আমিরের সঙ্গে ছবি পোস্ট করেছেন সলমান। দুজনকেই দেখা গেছে বেশ হাসিমুখে। ক্যাপশনে লেখা, ‘ চাঁদ মোবারক’।

Salman-Amir

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে নীল রঙে টি-শার্ট পরে দেখা গেছে আমির খানকে। সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতার গোঁফ এবং চোখের চশমা। অন্যদিকে ক্লিন শেভে ধরা দিয়েছেন বলিউড ভাইজান। তাঁর পরনে ছিল কালো রঙের শার্ট এবং প্যান্ট।

সালটা ১৯৯৪। ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন সলমান-আমির। তারপর আর কখনই বড় পর্দায় দেখা যায়নি জনপ্রিয় এই দুই অভিনেতাকে। তবে বাস্তবে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝেমধ্যেই বলিউডের নানান ইভেন্টে মুখোমুখি হন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একসঙ্গে ছবি।

Salman-Amir

উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল, দীর্ঘ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে জুটি বেঁধে হাজির হবেন এই দুই তারকা। তবে একজন থাকবেন ক্যামেরার সামনে এবং অন্যজন সামলাবেন ক্যামেরার পেছনের দায়িত্ব। হলিউড ছবি ‘ক্যাম্পেওনের’ হিন্দি অ্যাডেকশনের প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন আমির। আর সেই ছবিতে অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে সলমান খানকে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং।

additiya

সম্পর্কিত খবর