বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের সবথেকে বড় ইন্ডাস্ট্রি এক সময় ছিল বলিউড (Bollywood)। এখনো পর্যন্ত আঞ্চলিক ভাষার ইন্ডাস্ট্রিগুলির অনেক অভিনেতা অভিনেত্রীদের কাছে বলিউডের গুরুত্বই আলাদা। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে বলিউডের আগের সেই জাঁকজমক আর নেই। বরং দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত দেখে অনেকেই পা বাড়াচ্ছেন সেদিকে। এর মধ্যে রয়েছেন হিন্দি ইন্ডাস্ট্রির নামী অভিনেতা অভিনেত্রীরাও।
সবাইকে চমকে দিয়ে সলমন খানও (Salman Khan) ডেবিউ করতে চলেছেন দক্ষিণে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) ‘গডফাদার’ (Godfather) ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য না পড়েই নাকি ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন সলমন। এমনকি এই ছবির জন্য কোনো রকম পারিশ্রমিকও নিতে রাজি হননি তিনি।
চিরঞ্জিবী জানান, ‘গডফাদার’এর পরিচালক মোহন রাজা প্রথম এই ক্যামিও চরিত্রটির জন্য সলমনের নাম বলেন। চিরঞ্জিবীর পরিবারের সঙ্গে ভাইজানের খুব ভাল সম্পর্ক। তাই তিনিই অভিনেতাকে রাজি করানোর ভার নেন নিজের কাঁধে। সলমনের সাহায্য চেয়ে মেসেজ পাঠিয়েছিলেন চিরঞ্জিবী। উত্তরও চলে এসেছিল সঙ্গে সঙ্গে।
চিরঞ্জিবী আগেভাগেই সলমনকে বলে দিয়েছিলেন যে চরিত্রটি ছোট। কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দরকার হলে তিনি আসল ছবি ‘লুসিফার’ দেখে নিতে পারেন। কিন্ত সলমন চিরঞ্জিবীর মুখের কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন। বলিউড অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চিরঞ্জিবী পুত্র রাম চরণ।
তাঁকে সলমন স্পষ্ট বলেন, তিনি তাঁর ভাইয়ের মতো। লুসিফার দেখার দরকার নেই তাঁর। শুধু তাঁর চরিত্রটি বুঝিয়ে দিলেই হবে। মাত্র ২ মিনিটেই রাজি হয়ে গিয়েছিলেন সলমন। কিন্তু ছবিতে অভিনয়ের জন্য কোনো রকম পারিশ্রমিক নিতে চাননি তিনি। প্রযোজকদের সলমন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কোনো অঙ্কের টাকা দিয়েই চিরঞ্জিবী আর রাম চরণের প্রতি তাঁর ভালবাসাকে কেনা যাবে না।
কোনো টাকা নিতে রাজি হননি সলমন। দাদার প্রতি ভালবাসা থেকেই সম্পূর্ণ বিনামূল্যে গডফাদারে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। সলমনের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন চিরঞ্জিবী। ছবির ট্রেলার প্রকাশ্যে এসে গিয়েছে ইতিমধ্যে। আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গডফাদার’।