এইডস আক্রান্ত নায়ক, মুখ ফেরায় ইন্ডাস্ট্রি, মাত্র ১ টাকায় অভিনয় করতে রাজি হন সলমন

বাংলাহান্ট ডেস্ক : সলমন খানের (Salman Khan) হৃদয় নাকি সোনা দিয়ে বাঁধানো। বলিউডের সুপারস্টার হয়েও তিনি নাকি থাকেন একদম সাধারণ ভাবে। ‘বিইং হিউম্যান’ সংস্থার মাধ্যমে সলমনের (Salman Khan) বহু সামাজিক কাজের উদাহরণ রয়েছে। তাঁর নাম ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, তাঁর মহত্বের পরিচয়ও বহুবার পেয়েছে ইন্ডাস্ট্রি। বিশেষ করে একবার মাত্র ১ টাকায় একটি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন সলমন (Salman Khan)।

মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয় করেন সলমন (Salman Khan)

আক্ষরিক অর্থেই বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। দীর্ঘদিনের অভিনয় কেরিয়ার তাঁর। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে যেমন নেতিবাচক কারণে নাম উঠে এসেছে সলমনের (Salman Khan), তেমনি আবার ইতিবাচক কারণেও চর্চায় থেকেছেন তিনি। সলমনের ফিল্মি কেরিয়ারে অন্যতম ছবি ‘ফির মিলেঙ্গে’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি যে কারণে উল্লেখযোগ্য তা অনেকেই জানেন না। এই ছবিতে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সলমন (Salman Khan)। কারণটা কী জানেন?

   

আরো পড়ুন : আরজিকর কাণ্ডে পথে নামার ঘোষণা মিঠুনের, মহাগুরুর সঙ্গে ছবির মুক্তি পেছোলেন রাজ

রাজি হয়নি কোনো অভিনেতা

এই ছবিতে একজন এইচআইভি আক্রান্তের ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন (Salman Khan)। তাঁর বিপরীতে ছিলেন শিল্পা শেট্টি। প্রযোজক শৈলেন্দ্র সিং একটি ভিডিওতে কিছু অজানা তথ্য শেয়ার করেন ওই ছবি নিয়ে। তিনি জানান, বলিউডের কোনো অভিনেতাই ফির মিলেঙ্গে ছবিতে এইচআইভি আক্রান্ত নায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হননি। শেষমেষ সলমনের (Salman Khan) দ্বারস্থ হন প্রযোজক।

আরো পড়ুন : একাধিক সম্পর্ক, দুবার লিভ-ইন, শোভনের সঙ্গে থিতু হওয়ার আগে কতজন পুরুষ ছিলেন সোহিনীর জীবনে!

সে সময়ে কেরিয়ারের শীর্ষে রয়েছেন সলমন (Salman Khan)। কিন্তু তিনি ফিরিয়ে দেননি প্রযোজককে। উপরন্তু মাত্র ১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি। ওই ছবির শেষে মৃত্যু হয়েছিল সলমষের চরিত্রটির। বলা বাহুল্য, সলমনের অনুরাগীরা মোটেই খুশি হননি ছবিটি দেখে। কিন্তু সমাজে এইডসের বিষয়ে সচেতনতার বার্তা দিতে সক্ষম হয়েছিলেন ছবি নির্মাতারা।

Salman Khan

প্রসঙ্গত, ফির মিলেঙ্গে ছবিটি পরিচালনা করেছিলেন অভিনেত্রী পরিচালক রেবতী। সলমন এবং শিল্পা ছাড়াও ওই ছবিতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। হলিউড ছবি ‘ফিলাডেলফিয়া’র অনুকরণে তৈরি হয়েছিল ছবিটি।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর