একই ফার্মহাউসে বন্দি সলমন-জ‍্যাকলিন, নতুন মিউজিক ভিডিওতে আরও কাছাকাছি দুজন?

বাংলাহান্ট ডেস্ক: লকডাউন (lockdown) ঘোষনা হওয়ার আগে থেকেই পানভেলের ফার্মহাউসে বন্দি হয়ে রয়েছেন সলমন খান (salman khan)। তবে তিনি একা নন, সঙ্গে রয়েছে তাঁর পরিবার, দুই বান্ধবী ইউলিয়া ভান্টুর ও জ‍্যাকলিন ফার্নান্ডেজও (jacqueline fernandez)। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবই করে চলেছেন ভাইজান।

salman khan 1584090953
এর পাশাপাশি চলছে অনুরাগীদের মনোরঞ্জনও। কিছুদিন আগেই ‘পেয়ার করোনা’ নামে একটি গান মুক্তি পায় অভিনেতার। করোনা সম্পর্কে সচেতন করতেই এই গানের ভাবনা আসে বলে জানান তিনি। নিজেই গানটি গেয়েছেন সলমন। হুসেন দালাল ও তিনি মিলিত ভাবে লিখেছেন এই গান। সুর দিয়েছেন সাজিদ ওয়াজিদ।

https://www.instagram.com/p/B-xPAC_lOnq/?igshid=1al99pvpjtcc4

এবার ফের আরেকটি মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে সলমন খানের। ‘তেরে বিনা’ নামে এই ভিডিওতে দেখা যাবে জ‍্যাকলিন ফার্নান্ডেজকে। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই গানটি কোনও ছবিতেই ব‍্যবহার করা সম্ভব হয়নি। তাই তিনি ঠিক করেন এটাকে আলাদা ভাবেই রিলিজ করবেন।

https://youtu.be/StQPWwAHHJY

https://www.instagram.com/p/B-yf_IjlvK6/?igshid=nznp69miwqqn

সলমন আরও তাঁর ফার্ম হাউসেই চারদিন ধরে শুটিং হয়েছে এই গানের। কিন্তু তাও বাগান বাড়ির খুব বেশি দৃশ‍্য তিনি দেখাতে চাননি ভিডিওতে। এরই মাঝে জ‍্যাকলিন এর কারন জিজ্ঞাসা করায় ভাইজান বলেন, এটা তাঁর বাড়ি তাই সবার সামনে তা মেলে ধরতে চান না তিনি।

https://www.instagram.com/tv/B_4yaWglK7s/?igshid=ldxlebwpsoa1

প্রসঙ্গত, লকডাউন ঘোষনা হওয়ার কিছুদিন আগেই একটি ছবির বিষয়ে কথা বলতে ফার্মহাউসে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পরিচালক অভিরাজ মিনাওয়ালা। ছবিতে সলমনের বোন আয়ুষ শর্মার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। সেই কারণে অর্পিতা ও আয়ুষও গিয়েছিলেন সলমনের সঙ্গে।

https://www.instagram.com/p/B_cYtBgFSV_/?igshid=1nt4bk284tp7q

আর এক বোন আলভিরা ও তাঁর স্বামী অতুলকেও ডেকে নিয়েছিলেন অভিনেতা। সেই সঙ্গে সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার জন‍্য ওই ফার্ম হাউসেই গিয়েছিলেন। অপরদিকে ‘গেন্দা ফুল’ এর বিষয়ে আলোচনা করতে জ‍্যাকলিন ফার্নান্ডেজও পৌঁছান সলমনের বাগান বাড়িতে। তার মধ‍্যেই লকডাউন হওয়ায় সেখানেই আটকে পড়েন সবাই।

https://www.instagram.com/p/B_Mp9BOl39I/?igshid=1s0sqae82f31r

পানভেল থেকেই অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়েছেন সলমন। কিছুদিন আগেই দেখা গিয়েছিল জ‍্যাকলিন, ইউলিয়া, সলমন একত্রে রেশন পৌঁছে দিচ্ছেন দুঃস্থ মানুষদের। সলমনের নিজের হাতে খাবারের বস্তা বইবার ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর