OMG! ঘোড়ার ঘাস নিজে খাচ্ছেন সলমন খান, ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২১ দিনের লকডাউন চলছে গোটা দেশে। আগামী ১৪ এপ্রিল লকডাউন উঠবে কিনা তারও কোন ও নিশ্চয়তা নেই। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাও সঠিক করে বলতে পারছেন না কেউ। সকলেই ঘর বন্দি হয়ে রয়েছেন। ব‍্যতিক্রম নন তারকারাও। বলি থেকে টলি, সব জায়গাতেই দৃশ‍্যটা একইরকম। তবে তারকাদের গৃহবন্দি অবস্থা কাটছে কিছুটা অন‍্যভাবে। তাঁরা গ্ল‍্যামার ওয়ার্ল্ডের বাসিন্দা বলে কথা। প্রায় প্রতিদিনই নানা কাজের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে সময় কাটাচ্ছেন তারা।
আইসোলেশনে থাকার জন‍্য কেউ বেছে নিয়েছেন নিজের বাড়ি আবার কেউ পছন্দ করেছেন বিলাসবহুল বাগানবাড়ি। এই তালিকাতেই রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। মুম্বইয়ের শহরাঞ্চলের বাইরের দিকে একটি বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে সলমনের, একথা অনেকেরই জানা। মাঝে মাঝেই সপরিবারে সেই বাড়িতে গিয়ে সময় কাটিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, এই হোম কোয়ারেন্টাইনে থাকার জন‍্যও ওই বাগান বাড়িই বেছে নিয়েছেন ভাইজান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সঝশ‍্যাল মিডিয়ায় যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে ঘোড়াকে ঘাস খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিচ্ছেন সেই ঘাস। আবার হেসে আদর করে ঘোড়াকে খাইয়ে দিচ্ছেন। আসলে পুরো বিষয়টাই মজার ছলে করেছেন সলমন। অনুমান করা হচ্ছে এই ভিডিওটিও সলমনের বাগানবাড়িতেই শুট করা হয়েছে।

https://www.instagram.com/p/B-yz5PKBlyL/?igshid=obgmngg9muuf

বলা বাহুল‍্য, ভিডিওটি পোস্ট করার সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অভিনেতার কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত, সলমনের ঘোড়াপ্রীতির কথা অনেকেই জানেন। এর আগেও তাঁর ঘোড়সওয়ারি করার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়।

X