সলমনের পরিবারে ছোট্ট সদস্য, ৬০-এর দোরগোড়ায় এসে বড় সুখবর দিলেন অভিনেতা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসব মিটলেও বলিউডের খান পরিবারে রয়ে গেল উৎসবের আমেজ। নতুন সদস্য এল সলমন খানের (Salman Khan) পরিবারে। আবারও বাবা হলেন অভিনেতার ভাই আরবাজ খান। প্রথম সন্তানের জন্ম দিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খান। শনিবার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন আরবাজ। রবিবারই এল সুখবর।

নতুন সদস্যের আগমন সলমনের (Salman Khan) পরিবারে

জানা গিয়েছে, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন আরবাজ। শনিবার তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরাকে। তখনই আভাস মিলেছিল, খুব শীঘ্রই সন্তান আগমনের সুখবর দেবেন আরবাজ সুরাহ। জল্পনা সত্যি করে রবিবার এল ভালো খবর। সলমন খানের (Salman Khan) পরিবারের তরফে এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য আসার কথা জানানো হয়নি। তবে জানা গিয়েছে, মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে।

Salman Khan family welcomes new member

বিচ্ছেদের পর সম্পর্ক সুরার সঙ্গে: ২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন আরবাজ এবং সুরা। এই নিয়ে দ্বিতীয় বার বিয়ে করলেন সলমনের (Salman Khan) অভিনেতা প্রযোজক ভাই। মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন আরবাজ। যদিও মাঝে জনপ্রিয় মডেল জর্জিয়া আন্ড্রিয়ানির সঙ্গে সলমনের (Salman Khan) ভাইয়ের সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু হঠাৎ করেই তাল কাটে দুজনের মধ্যে।

আরও পড়ুন : পুজো মিটতেই পায়ের তলায় সর্ষে, মার্কিন মুলুকে পাড়ি রচনার, সঙ্গী হলেন কে?

ফের বাবা হলেন আরবাজ: তারপরেই জানা যায়, ইন্ডাস্ট্রির নামী মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে প্রেম করছেন আরবাজ (Arbaaz Khan)। বছর দুই আগে বিয়ে করেন দুজনে। আর এবার ষাটের দোরগোড়ায় এসে ফের বাবা হলেন আরবাজ। মালাইকার সঙ্গে এক ছেলে রয়েছে তাঁর, আরহান খান। তাঁকেও হাসপাতালে দেখা গিয়েছে সম্প্রতি। সৎ মা এবং সদ্যোজাত বোনকে দেখতে যাওয়ার সময় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন আরহান।

আরও পড়ুন : অতিরিক্ত ৮ কোটি আয়ের সুযোগ রেলের, রানাঘাট-বনগাঁ রুটে বড় কাজের উদ্যোগ

শোনা যায়, পাটনা শুক্লা ছবির শুটিংয়ের সময় আলাপ আরবাজ এবং সুরার। আরবাজের থেকে প্রায় ২৩ বছরের ছোট তিনি। তবে কোনও ট্রোল, নেতিবাচকতাকে মাঝে আসতে দেননি তাঁরা।