জন্মদিনের আগেই সাপের কামড়, হাসপাতালের বেডে শোয়া সলমনের ছবি ভাইরাল!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ভাইজানের জন্মদিন আজ। ৫৬ তে পা দিলেন সলমন খান (salman khan)। জন্মদিনের আগে বড় ফাঁড়া গিয়েছে তাঁর। পানভেলের ফার্ম হাউসে সাপ কামড়ায় অভিনেতার হাতে। শনিবার রাতেই হাসপাতালে ছোটেন তিনি। শোনা গিয়েছে, বেশ কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ফার্ম হাউসে ফেরেন সলমন।

ইতিমধ‍্যে সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে কাত হয়ে শুয়ে রয়েছেন সলমন। পরনে কালো টি শার্ট ও জিন্স। হাসপাতালের বেডে এক হাত মাথার নীচে দিয়ে চোখ বুজে শুয়ে রয়েছেন তিনি। হাতে স‍্যালাইনের চ‍্যানেল করা রয়েছে। তবে ছবিটির সত‍্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

IMG 20211226 185135
সলমনের বাবা সেলিম খান জানান, ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন সকলে। সলমন সঙ্গে সঙ্গে কাছের এক স্বাস্থ‍্যকেন্দ্রে ছুটে যান ইঞ্জেকশন নিতে। তবে ভাগ‍্যক্রমে জানা যায় যে সাপটি বিষধর ছিল না। ফার্ম হাউসে ফিরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন সলমন। আপাতত তিনি ভাল আছেন বলেই জানিয়েছেন সেলিম।

যে সাপটি ভাইজানকে কামড়েছিল শেষমেষ সেটার কী পরিণতি হল? প্রশ্নের উত্তরে সেলিম খান জানান, তাঁদের ফার্ম হাউসে কর্মচারীরা মাঝে মধ‍্যেই সাপ, বিছের কামড় খেয়ে থাকেন। তবে আশেপাশের জঙ্গলে যে সাপগুলো রয়েছে চারা বেশিরভাগই বিষধর নয়। সলমনকে সাপে কামড়ানোর খবর পেয়েই ছুটে পেয়ে এসেছিলেন কর্মচারীরা।

https://www.instagram.com/p/CX8jzcsoT7m/?utm_medium=copy_link

তাঁরা সাপটিকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে। সেলিম বলেন, “আমি কর্মচারীদের বলে রেখেছিলাম যে সাপ বিষধর না হলে যেন না মারা হয়। যখন জানা গেল যে সাপটিতে বিষ ছিল না তখন ওটাকে জঙ্গলে ছেড়ে আসা হয়। ফার্ম হাউস থেকে নিরাপদ দূরত্বে।”

জন্মদিনের আগে আগে প্রস্তুতি সারতে পানভেলে নিজের ফার্ম হাউসে গিয়েছিলেন অভিনেতা। বড়দিনের রাতে বাগানে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করছিলেন তিনি। তখনি ঘটে এই অঘটন। তবে আপাতত তিনি সুস্থই আছেন বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর