বাংলাহান্ট ডেস্ক: পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার (raj kundra) গ্রেফতারি নিয়ে যখন লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না শেট্টি-কুন্দ্রা পরিবার, তখন সাহস জুটিয়ে সোজা বিগ বসে প্রতিযোগী হিসেবে নাম লিখিয়ে ফেলেন শমিতা শেট্টি (shamita shetty)। জামাইবাবুর কলঙ্কের বোঝা মাথায় নিয়েই বিগ বসে লড়েছিলেন শমিতা। কিন্তু বিগ বস OTT তে যে পরিস্থিতিতে তাঁকে পড়তে হয়নি কখনো সেই পরিস্থিতির সম্মুখীন হলেন টেলিভিশনের বিগ বস ১৫ তে এসে।
সবথেকে অস্বস্তিকর প্রসঙ্গ রাজ কুন্দ্রার নাম টেনেই শমিতাকে লজ্জায় ফেললেন শোয়ের সঞ্চালক সলমন। মাত্র কয়েকদিন হয়েছে বিগ বসের নতুন সিজন শুরু হয়েছে। আর প্রত্যেক বারই বিতর্কের ডোজের মাত্রা আরো বাড়তে থাকে নতুন নতুন সিজনের সঙ্গে। এবারেও তার অন্যথা হচ্ছে না একেবারে শুরু থেকেই।
শনিবার উইকেন্ড কা ওয়ার এর এপিসোডে প্রতিযোগী প্রতীক সেহজপালের উপরে খাপ্পা হয়ে ওঠেন সলমন। শুক্রবারের এপিসোডে দেখা গিয়েছিল, আরেক প্রতিযোগী বিধি পাণ্ডিয়া বাথরুমে স্নান করার সময় দরজার লক ভেঙে দেন প্রতীক। সেই ঘটনা উল্লেখ করে তাঁর আচরণের জন্য ক্ষোভ উগরে দেন সলমন।
এমনকি প্রতীককে সমর্থন করার জন্য আরেক প্রতিযোগী নিশান্ত ভাটকেও ভর্ৎসনা করেন সলমন। ক্ষোভের আগুন একটু প্রশমিত হতেই রসিকতার মেজাজ ফেরে ভাইজানের। করন কুন্দ্রার দিকে তাকিয়ে তিনি বলেন, “প্রতীককে যা বললাম ও বুঝে গিয়েছে। করণকে যা বললাম ও বুঝে গিয়েছে। রাজ কুন্দ্রাও বুঝে যাবে।” সলমনের কথা শুনে হাসির রোল ওঠে প্রতিযোগীদের মধ্যে। কিন্তু হঠাৎ জামাইবাবুর প্রসঙ্গে সলমন কী বললেন কিছুই বুঝতে না পেরে অস্বস্তিতে পড়ে যান শমিতা। তবে দ্রুত বিষয়টা সামলেও নেন তিনি।
বিগ বস OTTর ঘরে প্রথম প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন শমিতা। তিনি বলেন, ‘১০ বছর পর আবার বিগ বসে ফিরতে পেরে আমি খুব খুশি। অনেকটা পরিবর্তন হয়েছে আমার। সত্যি বলতে প্রস্তাবটা আমার কাছে অনেক আগেই এসেছিল এবং আমি হ্যাঁও বলে দি এছিলাম। কিন্তু সম্প্রতি অনেক কিছু ঘটে গিয়েছে। আমি ভেবেছিলাম সুযোগটা ছেড়ে দেব। কিন্তু আমি যখন কথা দিয়ে দিয়েছি তখন আর অন্য কারোর কথা শুনি না।’
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে