গান গাওয়ার শখ, ইয়োহানিকে পাশে নিয়ে ‘মানিকে মাগে হিতে’ গাইতে শিখলেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস সিজন ১৫ র শুরুতেই বড় চমক দিলেন সলমন খান (salman khan)। একেবারে শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি সিলভাকে (Yohani De Silva) নিয়ে এসে হাজির করলেন বিগ বসের সেটে। শুধু কি তাই, ‘মানিকে মাগে হিতে’ গায়িকাকে পাশে নিয়ে ভাইরাল গানও শিখে নিলেন ভাইজান। ইন্টারনেটের দৌলতে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

সেপ্টৈম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে গুরুগ্রাম ও হায়দ্রাবাদে কনসার্ট ছিল ইয়োহানির। সেখান থেকে তাঁকে পাকড়াও করে বিগ বসের সেটে এনে হাজির করলেন সলমন। প্রতিযোগীদের মনোরঞ্জনের জন‍্য গানও গাইতে দেখা গেল ইয়োহানিকে। পাশাপাশি সলমন আবদার করলেন তাঁকেও গান শেখাতে।


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি একটি লাইন ধরে ধরে ভাইজানকে গান শেখাচ্ছেন ইয়োহানি। কিছু জায়গায় ভাষা বুঝতে না পেরে বিড়বিড় করছেন সলমন। কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়ার অবস্থা গায়িকার। তবে ইয়োহানি জানিয়েছেন, সলমনের সঙ্গে গান গেয়ে খুব খুশি তিনি। তিনি নাকি ইয়োহানির প্রিয় অভিনেতাও।

কিছুদিন আগেই বলিউডে অভিষেক করেছেন শ্রীলঙ্কার গায়িকা। আসন্ন ছবি ‘সিদ্দত’ এর টাইটেল ট্র‍্যাকটি গেয়েছেন তিনি। প্রথম বার বলিউডে গান গেয়ে এতই উত্তেজিত তিনি যে নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ‍্যানেলেও শেয়ার করেছেন গানের রেকর্ডিং ভিডিও। আর শেয়ার করা মাত্রই তা ভাইরাল। এই গানটি দিয়েই বলিউডে অভিষেক করেছেন ইয়োহানি।

https://www.instagram.com/p/CUzR7I7oaBB/?utm_medium=copy_link

 

গায়িকা জানিয়েছেন, বলিউড ছবি ও গানের বড় ভক্ত তিনি। সুযোগ পেলে গানও গাওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর ইচ্ছা ছিল বলিউডি ছবিতে গান গাওয়ার। অবশেষে পূরণ হল সেই ইচ্ছা। ইয়োহানির এই গানটি ছবির প্রচারের কাজে ব‍্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ইয়োহানি আরো জানিয়েছেন তিনি এ আর রহমানের গানের খুব বড় ভক্ত। ভবিষ‍্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

X